২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হেফাজতের আরও দুই শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুলে আজ বুধবার বিকেলে অভিযান চালিয়ে বাংলাদেশ হেফাজতে ইসলামের আরও দুই শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁরা হলেন বাংলাদেশ হেফাজত ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশের খেলাফত মজলিসের নায়েবে আমির খুরশিদ আলম কাসেমী এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইন। এ নিয়ে ঢাকায় হেফাজতের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার হলেন।

আজ ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে কাসেমীকে এবং কাফরুল থেকে শরাফতকে গ্রেপ্তার করে ডিবির একাধিক দল। ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংস ঘটনায় মতিঝিল থানায় হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তাঁরা।