স্বাধীনতার ৫০ বছরেও রয়ে গেছে বৈষম্য: জি এম কাদের

জি এম কাদের
ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি হওয়ার পরেও বাঙালি জাতি এখনো বৈষম্যের ঊর্ধ্বে উঠতে পারেনি। আজ মঙ্গলবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা এখনো শোষণমুক্ত সমাজ গড়তে পারিনি। এ দেশের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হচ্ছে। সরকারি দল ও সাধারণ মানুষের মধ্যে, ধনী ও দরিদ্রের মধ্যে বৈষম্য হচ্ছে। অথচ বৈষম্য থেকে মুক্তির জন্যই আমাদের স্বাধীনতার সংগ্রাম হয়েছিল, স্বাধিকারের আন্দোলন হয়েছিল।’

জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘বাঙালি জাতির ঐক্যবদ্ধভাবে আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য থেকে মুক্তি, শোষণ থেকে মুক্তি। কারণ, আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যে পশ্চিম পাকিস্তানের কাছে আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হচ্ছে। চাকরি-বাকরি যেকোনো বিষয়ে বাংলাদেশের নাগরিকদের সেকেন্ড ক্লাস হিসেবে এবং যারা সংখ্যালঘু, তাদের থার্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হতো। এটা বাঙালি জাতি মেনে নিতে পারিনি।’

জি এম কাদের মনে করেন, শোষণমুক্ত দেশ গড়ার আন্দোলন অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, ‘এখনো দেখি দেশ থেকে মিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে চলে যাচ্ছে। এগুলো নিয়ে নথিপত্রসহ বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে। কাজেই আমরা মনে করি, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।’

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘স্বাধীনতার প্রাক্কালে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাঁদের হত্যা করে বাঙালি জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র হয়েছে। আজকের দিনে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাই।’

শোষণ ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে রাজনীতি চালিয়ে যাবেন বলেও অঙ্গীকার করেন জি এম কাদের। এ সময় জাতীয় পার্টির নেতা ও ঢাকা উত্তর সিটির ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।