ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতা–কর্মীর জামিন  

হাইকোর্ট
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় সংঘর্ষের ঘটনায় করা পৃথক দুই মামলায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদসহ ৩৫ নেতা–কর্মী ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। জামিন চেয়ে তাঁদের করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

গত ২৪ ও ২৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। দুই দিনই সংগঠন দুটির নেতা–কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ছাত্রদল নেতা–কর্মীদের বিরুদ্ধে শাহবাগ ও পল্টন থানায় দুটি মামলা হয়।

ছাত্রদলের নেতা–কর্মীরা আজ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে দুই মামলায় আগাম জামিনের আবেদন জানান। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম প্রমুখ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, মামলা দুটিতে ছাত্রদল সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৩৫ নেতা–কর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এরপর তাঁদের মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।