মহাসড়কে যত অনিয়ম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচলে কোনো নিয়ম মানা হচ্ছে না। গতকাল রোববার মহাসড়কের এই অংশে গিয়ে দেখা যায়, উল্টো পথে গাড়ি চলছে। পথচারীরা পদচারী-সেতু ব্যবহার করছেন না। চলছে নিষিদ্ধ তিন চাকার গাড়ি ( সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, ব্যাটারিচালিত রিকশা)। মহাসড়কের পাশে ট্রাক, কাভার্ড ভ্যান, বাস পার্ক করে রাখা হয়েছে। মোটরসাইকেল ও সাইকেলের চালকেরা ইচ্ছেমতো রাস্তা পার হচ্ছেন। মহাসড়কে এসব অনিয়মের ছবি তুলেছেন কৃষ্ণ চন্দ্র দাস ও ইকবাল হোসেন।

১ / ৮
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই অংশে সড়কের পাশে অবৈধভাবে পার্ক করা হয়েছে মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
২ / ৮
মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছে পাথর। ঘটতে পারে দুর্ঘটনা
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৩ / ৮
যেখানে-সেখানে ইউটার্ন নেওয়ার প্রবণতা চালকের
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৪ / ৮
একটু দূরেই পদচারী-সেতু। তবু ঝুঁকি নিয়ে মহাসড়ক পার হচ্ছেন অনেকে। মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরবাজার এলাকায়
ছবি: ইকবাল হোসেন
৫ / ৮
মহাসড়কে অবাধে চলছে মোটরসাইকেল।  চালকের হেলমেটও নেই। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়
ছবি: ইকবাল হোসেন
৬ / ৮
মোটরসাইকেলে রাস্তা পার হচ্ছেন আরোহী। দুর্ঘটনা ঘটতে পারে যেকোনো সময়। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়
ছবি: ইকবাল হোসেন
৭ / ৮
মহাসড়কের ওপর দাঁড়িয়ে আছে সারি সারি গাড়ি। মিরসরাইয়ের বারিয়ারহাট পৌরবাজার এলাকায়
ছবি: ইকবাল হোসেন
৮ / ৮
মহাসড়কে চলছে অবৈধ তিন চাকার যান। মিরসরাইয়ের চিনকি আস্তানা এলাকায়
ছবি: ইকবাল হোসেন