ফুল বিজু

বাংলা পুরোনো বছর বিদায় ও নতুন বছর বরণ উপলক্ষে পাহাড়ে শুরু হয়েছে প্রাণের উৎসব বৈসাবি। এরই একটি অংশ চাকমাদের ফুল বিজু উৎসব। মঙ্গলবার পাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকার চিত্র।

১ / ৮
বান্দরবানে বিজুতে শঙ্খ নদে ফুল ভাসাচ্ছেন চাকমা ও তঞ্চঙ্গ্যারা
ছবি: প্রথম আলো
২ / ৮
বিজু উপলক্ষে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন এক তরুণী। কলাবাগান, পানছড়ি, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
৩ / ৮
উপগুপ্ত বুদ্ধের উদ্দেশে ফুল ভাসাতে এসে দুই তরুণী খোঁপায় পরে নিচ্ছেন ফুল। চেঙ্গী নদী, পানছড়ি, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
৪ / ৮
তরুণীরা দল বেঁধে ছুটেছেন কাপ্তাই হ্রদে ফুল ভাসাতে। হাধাংজি বিল, রাঙ্গাপানি, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৮
ফুল ভাসাতে এসে জলকেলিতে মেতে উঠেছেন দুই তরুণী। রাবারড্যাম, পানছড়ি, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
৬ / ৮
ফুল ভাসানোর আগে ফুল সাজানোর প্রস্তুতি নিচ্ছে শিশু-কিশোর ও তরুণীরা। হাধাংজি বিল, রাঙ্গাপানি, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ৮
কাপ্তাই হ্রদে ফুল ভাসাতে দল বেঁধে এসেছেন তাঁরা। হাধাংজি বিল, রাঙ্গাপানি, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ৮
ফুল ভাসিয়ে দিচ্ছেন এক তরুণী। কাপ্তাই হ্রদ, রাঙ্গাপানি, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা