চন্দ্রনাথ তীর্থে পুণ্যার্থীর ঢল
পাহাড়ের গা বেয়ে উঠে গেছে সরু পথ। তিল পরিমাণ জায়গা নেই পা ফেলার। সে পথে চূড়ায় উঠতে থাকা পুরুষেরা মুহুর্মুহু ধ্বনি তুলছেন ‘হরহর মহাদেব, জয় শিব শম্ভু, জয়বাবা ভোলানাথ’ আর সঙ্গে সঙ্গে নারীরা দিচ্ছেন উলুধ্বনি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ২০০ ফুট ওপরে খাড়া পাহাড়ি পথে মানুষের ওপরে ওঠার এ দৃশ্য অনেক দূর থেকেও চোখে পড়ে। গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডে শিবচতুর্দশীতে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছিল এবার চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের তীর্থভূমিতে। চতুর্দশী তিথিতে পুণ্যার্থীরা উপোস (ব্রত) করেন। এরপর মৃত পূর্বপুরুষদের জন্য ব্যাসকুণ্ডে পিণ্ডদান করেন, বিভিন্ন মঠ-মন্দির পরিক্রমা করতে করতে চন্দ্রনাথ মন্দিরে পৌঁছান। পরে অমাবস্যা শুরু হলে গয়াকুণ্ডে পিণ্ডদান করে বাড়ি ফেরেন। ছবিগুলো ১ মার্চ তোলা
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০