আলোয় রাঙা দীপাবলি
হিন্দুধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন অশুভ শক্তির বিনাশকারী মাতৃরূপিণী দেবী। তাঁদের বিশ্বাস, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। শনিবার সারা দেশের হিন্দুধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করেন। কালীপূজা নামে বেশি পরিচিত এই পূজা হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আর দীপাবলি হচ্ছে অন্ধকার বিদূরিত করার লক্ষ্যে আলোর উৎসব। শ্যামাপূজা উপলক্ষে রাজধানীসহ সারা দেশের মন্দিরে মন্দিরে মণ্ডপ সুসজ্জিত করা হয়। দীপাবলি উপলক্ষে আলোয় রঙিন হয়ে ওঠে বাড়িঘর ও পূজামণ্ডপ।