নিত্যপণ্যের বাজার চড়া

রাজধানীর বাজারগুলোয় দফায় দফায় বেড়ে চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। নিত্যপণ্যের দাম বাড়লেও আয় বাড়ছে না সাধারণ মানুষের। এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষ। রোজকার চাহিদা পূরণে গুনতে হচ্ছে পণ্যের অস্বাভাবিক দাম। পণ্যের মূল্যবৃদ্ধি বিপাকে ফেলেছে সাধারণ মানুষের জীবনযাত্রাকে। অধিক দামে পণ্য কেনার ক্ষমতা দেশের বেশির ভাগ মানুষেরই নেই। এ কারণে বাধ্য হয়ে অনেককেই কমাতে হচ্ছে দৈনন্দিন বাজার খরচ।

১ / ১৪
অপেক্ষাকৃত কম দামের সবজির বাজার থেকে টমেটো কিনছেন একজন। সূত্রাপুর, ঢাকা
২ / ১৪
সাজিয়ে রাখা এসব সবজি অন্য বাজারের চেয়ে কম দামে বিক্রি করা হয়। সূত্রাপুর, ঢাকা
৩ / ১৪
বিক্রির আশায় অপেক্ষাকৃত কম দামের সবজির বাজারে নিত্যপণ্যের পসরা। সূত্রাপুর, ঢাকা
৪ / ১৪
কম দামে সবজি বিক্রির বাজার থেকে সবজি কিনছেন এক নারী ক্রেতা। সূত্রাপুর, ঢাকা
৫ / ১৪
কম দামে সবজি কিনতে সাতসকালে ভিড় জমেছে নিম্ন আয়ের মানুষদের। সূত্রাপুর, ঢাকা
৬ / ১৪
বাজার থেকে সবজি কিনে ফিরছেন এক নারী। কারওয়ান বাজার, ঢাকা
৭ / ১৪
সবজির বাজার থেকে শিম ও টমেটো কিনছেন এক নারী। মিরপুর, ঢাকা
৮ / ১৪
ফুলকপির পসরা সাজিয়ে বসেছেন এক বিক্রেতা। মিরপুর, ঢাকা
৯ / ১৪
সবজি পরিমাপের জন্য গামলায় নেওয়া হচ্ছে। হাতিরপুল, ঢাকা ১
১০ / ১৪
মাংস ঝুলিয়ে ক্রেতার অপেক্ষায় দোকানিরা। হাতিরপুল, ঢাকা
১১ / ১৪
সামান্য বাজার করে ফিরছেন এক ব্যক্তি। হাতিরপুল, ঢাকা
১২ / ১৪
ব্রয়লার মুরগির দাম বেড়ে এখন ২২০ টাকা ছাড়িয়েছে। হাতিরপুল, ঢাকা ১
১৩ / ১৪
শাকসবজি কিনে পলিথিনে ভরছেন এক ব্যক্তি। হাতিরপুল, ঢাকা
১৪ / ১৪
রাজধানীর বাজারগুলোয় এখন মাছের দামও চড়া। হাতিরপুল, ঢাকা