ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্রের ধ্বংসযজ্ঞ
ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী। সোমবার ভোরে রাজধানী কিয়েভসহ অনেক শহর থেকে হামলার খবর আসতে শুরু করে। হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার ভূখণ্ডে আর কোনো সন্ত্রাসী হামলা হলে মস্কো কঠোর জবাব দেবে। গত শনিবার দখল করা ক্রিমিয়া থেকে রাশিয়ায় সংযোগকারী কার্চ সেতুতে বিস্ফোরণের পর ইউক্রেনে এ হামলা হলো।