ছবিতে ব্রিটিশ রাজা–রানির অভিষেক
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক হচ্ছে আজ শনিবার। একই সঙ্গে কুইন কনসর্ট হিসেবে অভিষেক হচ্ছে তাঁর স্ত্রী ক্যামিলারও। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও জমকালো আয়োজনে রাজা হিসেবে চার্লসের অভিষেক উদ্যাপনে প্রস্তুত যুক্তরাজ্যসহ বিশ্বের লাখো মানুষ। ১০৬৬ সালের পর ৪০তম রাজা হিসেবে অভিষেক হতে যাচ্ছে চার্লসের। এক হাজার বছরের বেশি সময় আগে শুরু হওয়া ঐতিহাসিক রীতির ছাপ থাকবে এই অনুষ্ঠানে।
এই অনুষ্ঠানে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধানসহ প্রায় ২০২টি দেশের অতিথিরা উপস্থিত থাকবেন। পাশাপাশি থাকছেন বিপুলসংখ্যক দর্শনার্থী। যুক্তরাজ্যের এই ঐতিহাসিক অনুষ্ঠানের কিছু খণ্ডচিত্র নিয়ে ছবির গল্প।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১