আন্তর্জাতিক নারী দিবসে বলিভিয়ার নারীদের মিছিল

আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য, ‘সমতা, ক্ষমতায়ন, অধিকার/কন্যা, নারী, সবার’। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম–অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার লা পাজ শহরে শুক্রবার (৭ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের আয়োজন নিয়ে এই ছবির গল্প—  

১ / ৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে মাইকে স্লোগান দিচ্ছেন মুখোশ পরা এক নারী
২ / ৮
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত মিছিলে প্ল্যাকার্ড হাতে নারীরা
৩ / ৮
মুখে ‘নো মিনস নো’ (না মানে না) স্লোগান এঁকে মিছিলে অংশ নিয়েছেন এক নারী
৪ / ৮
আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে এক নারী
৫ / ৮
বিভিন্ন বয়সের ও শ্রেণি–পেশার নারীরা আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে অংশ নেন
৬ / ৮
মুখে স্লোগান এঁকে, রংবেরঙের মুখোশ পরে প্ল্যাকার্ড হাতে মিছিল করেন নারীরা
৭ / ৮
আন্তর্জাতিক নারী দিবসে রাজপথে নেমে মিছিলে অংশ নেন অসংখ্য নারী
৮ / ৮
মিছিলে অংশ নেওয়া নারীদের মুখে ছিল রংবেরঙের মুখোশ