যোগ দিবস উদ্‌যাপন

দশম আন্তর্জাতিক যোগ দিবস উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে যোগব্যায়ামের আয়োজন করে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন। এতে প্রায় এক হাজার নারী-পুরুষ একসঙ্গে যোগব্যায়ামে অংশ নেন। জনপ্রতিনিধি, বিচারক, পুলিশ, শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিদেশি নাগরিক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি–পেশার নারী ও পুরুষ ঘণ্টাব্যাপী এই যোগব্যায়ামে অংশ নেন।

১ / ১২
শুভেচ্ছা বক্তব্য দেন ভারতের সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন।
২ / ১২
প্রশিক্ষকেরা যোগব্যায়ামে অংশগ্রহণের নিয়মকানুন বলেন।
৩ / ১২
হাঁটু ভেঙে বসেন অংশগ্রহণকারীরা।
৪ / ১২
ঘাড় নাড়িয়ে ব্যায়াম করেন।
৫ / ১২
হাত সোজা করে ব্যয়াম করেন।
৬ / ১২
চোখে, মুখে ও কানে আঙুল দিয়ে ব্যায়াম করেন।
৭ / ১২
যোগাসন করছেন নারীরা।
৮ / ১২
কোমর বাঁকা করে ব্যায়াম করেন।
৯ / ১২
মাটিতে শুয়ে ব্যায়াম করছেন।
১০ / ১২
যোগব্যায়াম শেষে শারীরিক কসরত করছেন।
১১ / ১২
যোগব্যায়ামের পতাকা ওড়ানো হয়।
১২ / ১২
নানা ভঙ্গিতে যোগব্যায়াম করেন অংশগ্রহণকারীরা।