ফি ফি দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড

থাইল্যান্ডের ফুকেটের দ্বীপ এবং মলাক্কার পশ্চিম প্রণালির মাঝখানে ফি ফি দ্বীপপুঞ্জটি। জাতীয় উদ্যানের মর্যাদায় দ্বীপটির সমুদ্রসৈকত এবং স্বচ্ছ জলরাশি সংরক্ষিত। বর্তমানে সামুদ্রিক বিনোদনমূলক কার্যক্রম যেমন স্নরকেলিং এবং স্কুবা ডাইভিংয়ের জন্য দ্বীপপুঞ্জটি বিশ্বের এক অন্যতম প্রসিদ্ধ পর্যটনকেন্দ্র। ফি ফি দ্বীপপুঞ্জটি ছয়টি দ্বীপের সমন্বয়ে গঠিত। দ্বীপগুলো হলো ফি ফি ডন, ব্যাম্বু দ্বীপ, বিদা নোক, ফি ফি লেই, ইয়াং দ্বীপ এবং বিদা নাই। ফি ফি দ্বীপপুঞ্জে সারা বছর ধরে গড় তপমাত্রা থাকে ২৪ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। পর্যটনের মৌসুম হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত।

এখানে পর্যটকদের জন্য রয়েছে বোট ক্রুজ, ট্র্যাকিং, রক ক্ল্যাইম্বিং, মাছ ধরাসহ বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থা। এ ছাড়া মায়াদ্বীপও পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান, যেখানে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং হয়েছে। গত ডিসেম্বরে ছবিগুলো তোলা।

১ / ১৩
ফি ফি দ্বীপের জেটিতে এসে প্রবেশ করছেন পর্যটকেরা
২ / ১৩
দুই পাহাড়ের ভেতর দিয়ে ফি ফি দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করছেন পর্যটকেরা
৩ / ১৩
পায়ে হাঁটা এই পথ রয়েছে পুরো দ্বীপ এলাকায়
৪ / ১৩
দ্বীপের ভেতর গাছপালায় ঘেরা এক রেস্তোরাঁ
৫ / ১৩
সবুজে ঘেরা পথ বেয়ে চলছেন পর্যটকেরা
৬ / ১৩
পথের পাশে চোখে পড়বে একটুকরো বড় পাথর
৭ / ১৩
কিছুদূর গেলে পড়বে আরও একটি রেস্তোরাঁ
৮ / ১৩
দ্বীপের ভেতর আছে রাত্রিযাপনের জন্য কটেজ
৯ / ১৩
এত পথ বেয়ে দেখা মিলবে ফি ফি দ্বীপের আসল সৌন্দর্য। পাহাড়ঘেরা নীল জলের মধ্যে এক সৈকত
১০ / ১৩
অনেকটা নিস্তব্ধ এই সৈকত মৌসুমে পর্যটকদের পদচারণে মুখর হয়ে ওঠে
১১ / ১৩
পাহাড়ের গায়ে সবুজ গাছগাছালি নয়ন জুড়াবে যে কারোর
১২ / ১৩
‘এই বৃষ্টি এই রোদ’ অবস্থা বিরাজ করে পুরো এলাকা
১৩ / ১৩
ভ্রমণ শেষে এবার ফেরার পালা। পথ বেয়ে গন্তব্যে ফিরছেন পর্যটকেরা