বন্যায় বিপর্যস্ত কেনিয়া

ভারী বর্ষণ ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়া। বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, প্লাবিত হয়েছে বাঁধ। নিরাপত্তার ঝুঁকিতে থাকা মানুষদের নেওয়া হয়েছে আশ্রয়শিবিরে। দেখা দিয়েছে চরম ভোগান্তি। শুধু কেনিয়াই নয়, এ অঞ্চলের অন্য দেশগুলোও চরম প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন বিজ্ঞানীরা। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার কেনিয়ার বন্যাকবলিত এলাকার দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।  

১ / ১১
বন্যার পানিতে তলিয়ে গেছে কেনিয়ার গারিসা শহরের রাস্তাঘাট ও ঘরবাড়ি
ছবি: এএফপি
২ / ১১
গারিসা শহরে বন্যার পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন দুজন
ছবি: এএফপি
৩ / ১১
বন্যায় তলিয়ে গেছে গারিসার প্রধান একটি সড়ক। সেখানে পড়ে আছে আধডোবা একটি ট্রাক
ছবি: এএফপি
৪ / ১১
গারিসায় বন্যার পানি ঠেলে হেঁটে যাচ্ছেন এক নারী
ছবি: এএফপি
৫ / ১১
শিশুসন্তানকে নিয়ে গারিসার একটি শিবিরে আশ্রয় নিয়েছেন এই নারী। হাতে ইউনিসেফ ও কেনিয়া রেডক্রসের বিতরণ করা ত্রাণ
ছবি: এএফপি
৬ / ১১
বন্যার পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি
ছবি: এএফপি
৭ / ১১
গারিসায় বন্যাকবলিত এলাকায় নলকূপ থেকে পানি সংগ্রহে এক ব্যক্তিকে সহায়তা করছে এক কিশোর
ছবি: এএফপি
৮ / ১১
ঘরে ঢুকে গেছে বন্যার পানি। এরই মধ্যে বিছানায় শুয়ে আছেন এক ব্যক্তি
ছবি: এএফপি
৯ / ১১
বন্যার পানিতে তলিয়ে যাওয়ার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার অপেক্ষায় কেনিয়ার মাগোদো শহরের মানুষ। তাঁদের বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা
ছবি: এএফপি
১০ / ১১
গারিসার একটি শিবিরে আশ্রয় নেওয়া দুই কিশোরী
ছবি: এএফপি
১১ / ১১
বন্যার মধ্যে সুপেয় পানির খোঁজে যাচ্ছেন এক নারী
ছবি: এএফপি