ফ্রান্সে নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিক্ষোভ

ফ্রান্সে প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনে এগিয়ে থাকায় উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র‍্যালির শিবিরে উদ্‌যাপন চলছে। প্রথম দফার নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা। ৭ জুলাই দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে।

১ / ৮
প্রথম দফার ফলাফল ঘোষণার পর একটি সমাবেশে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা। প্লেস দে লা রিপাবলিক, প্যারিস, ৩০ জুন
ছবি: এএফপি
২ / ৮
নির্বাচনের ফলাফল ঘোষণার পর একটি সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করলে পুলিশের কাঁদানে গ্যাসের মধ্যে পড়েন সমাবেশে অংশগ্রহণ বিক্ষোভকারীরা। নান্তেস, ফ্রান্স, ৩০ জুন
ছবি: এএফপি
৩ / ৮
ফলাফল ঘোষণার পর বিক্ষোভকারীরা ন্যাশনাল র‍্যালি (আরএন) পার্টির বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। প্যারিস, ফ্রান্স, ১ জুলাই
ছবি: রয়টার্স
৪ / ৮
নির্বাচনের ফলাফল ঘোষণার পর ন্যাশনাল পার্টির বিরুদ্ধে বিক্ষোভ করার সময় একটি ব্যারিকেডে আগুন। প্লেস দে লা, ফ্রান্স, ১ জুলাই
ছবি: রয়টার্স
৫ / ৮
নির্বাচনের প্রথম দফার ফলাফল ঘোষণার পর একটি সমাবেশ অংশ নেন বিক্ষোভকারীরা। এ সময় সেখানে আগুন জ্বালানো হয়। দ্য লা রিপাবলিক মনুমেন্টে, প্যারিস, ফ্রান্স, ৩০ জুন
ছবি: এএফপি
৬ / ৮
ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় ন্যাশনাল র‍্যালি (আরএন) পার্টির পার্লামেন্টারি গ্রুপের সাবেক সভাপতি লা পেন একটি অনুষ্ঠানে বক্তৃতা করছেন। হেনিন–বিউমেন্ট, উত্তর ফ্রান্স, ৩০ জুন
ছবি: এএফপি
৭ / ৮
ফরাসি বামপন্থী সোশ্যালিস্ট পার্টির (পিএস) প্রথম সেক্রেটারি অলিভিয়ার ফউর মঞ্চে বক্তৃতা করছেন। প্লেস দে লা, ফ্রান্স, ৩০ জুন
ছবি: এএফপি
৮ / ৮
ফলাফল ঘোষণার সময় একটি সমাবেশে প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিক্ষোভকারীরা। প্লেস দে লা, ফ্রান্স, ৩০ জুন
ছবি: এএফপি