২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিশ্বজুড়ে বর্ণিল বর্ষবরণের আয়োজন

বর্ষপঞ্জি থেকে বিদায় নিল আরও একটি বছর। বরণ করে নেওয়া হলো খ্রিষ্টীয় ২০২৪ সালকে। নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে ছিল নানা আয়োজন। বছরের প্রথম প্রহরে রঙিন হয়ে উঠেছিল বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বর্ষবরণের আয়োজনে আলোর ঝলকানি যেমন ছিল, তেমনি বিচিত্র সাজে সেজেছিলেন অনেকে। সেসব মুহূর্তই এসেছে আলোকচিত্রীদের ক্যামেরায়।

১ / ১২
লন্ডনের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থাপনা লন্ডন আই। নতুন বছরের প্রথম প্রহরে লন্ডন আই ও এর আশপাশের এলাকায় আলোর ঝলকানি। লন্ডন, যুক্তরাজ্য
ছবি: রয়টার্স
২ / ১২
নতুন বছর বরণ করে নিতে নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে সমবেত হন হাজার হাজার মানুষ। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
৩ / ১২
নতুন বছরকে স্বাগত জানাতে লন্ডন আইয়ে আলোর ঝলকানি। লন্ডন, যুক্তরাজ্য
ছবি: রয়টার্স
৪ / ১২
বর্ষবরণের সাজে আর্ক দ্য ত্রিয়োম্‌ফ স্মৃতিসৌধ থেকে আতশবাজি। প্যারিস, ফ্রান্স
ছবি: রয়টার্স
৫ / ১২
বাহারি চশমা চোখে নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে এক তরুণী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ছবি: রয়টার্স
৬ / ১২
আতশবাজি পুড়িয়ে নতুন বছরকে স্বাগত জানান মাল্টার রাজধানী ভাল্লেত্তা বাসিন্দারা
ছবি: রয়টার্স
৭ / ১২
বর্ষবরণের সাজে সেজেছে স্টেডিয়াম। পিয়ংইয়ং, উত্তর কোরিয়া
ছবি: রয়টার্স
৮ / ১২
বাহারি সাজে বর্ষবরণের আয়োজনে দুই তরুণ। নিউইয়র্কের টাইমস স্কয়ারে
ছবি: রয়টার্স
৯ / ১২
চীনের দক্ষিণ-পশ্চিমের শহর চংকিংয়ে বর্ষবরণের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শহরের একটি চত্বরে জমায়েত হাজারো মানুষ
ছবি: এএফপি
১০ / ১২
নতুন বছরকে স্বাগত জানিয়ে সিডনি অপেরা হাউসে আতশবাজি। সিডনি, অস্ট্রেলিয়া
ছবি: এএফপি
১১ / ১২
বিলাসবহুল হোটেল বুর্জ আল-আরবের চারপাশে আলোর ঝলকানি। দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ছবি: এএফপি
১২ / ১২
মুখে নতুন বছরকে স্বাগত জানানোর বার্তা আঁকা দুই তরুণী। পাঞ্জাব, ভারত
ছবি: এএফপি