একঝলক (২৭ ডিসেম্বর,২০২১)

১ / ২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পাবনায় সমাবেশ। পরে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে যায়। জেলা বিএনপির কার্যালয়, গোপালপুর, পাবনা, ২৭ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ২০
শীতার্তদের মধ্যে প্রথম আলো ট্রাস্টের কম্বল বিতরণ। আলোকছত্র উচ্চবিদ্যালয় মাঠ, গোদাগাড়ী, রাজশাহী, ২৭ ডিসেম্বর
ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ
৩ / ২০
গাড়িচাপায় নিহত গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাইসুল ইসলাম শুভ (২২)। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঘোনাপাড়া মোড়, গোপালগঞ্জ, ২৭ ডিসেম্বর
ছবি: নুতন শেখ
৪ / ২০
কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাকের সামনে ভিড়। জামালখান, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
৫ / ২০
শুঁটকিপল্লিতে মা রিনা বেগমের সঙ্গে এসেছে ছেলে সাইফুল। খুঁটিতে বেঁধে রাখা ওড়নায় খেলছে সে। ইছানগর, কর্ণফুলী নদীর পাড়, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
৬ / ২০
বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ, চট্টগ্রাম। পাহাড়তলী, চট্টগ্রাম, ২৭ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
৭ / ২০
ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে পুরান ঢাকার হাজারীবাগ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে বিআইডব্লিউটিএ। ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৮ / ২০
ঢাকার আদি চ্যানেল কামরাঙ্গীরচরের বুড়িগঙ্গা নদীর অংশ এখন ময়লা-আবর্জনা আর কচুরিপানায় ভরাটপ্রায়। স্থানীয় ব্যবসায়ীরা এর মধ্যেই পলিথিন বর্জ্য ধুয়ে প্রতিনিয়ত দূষিত করছেন পরিবেশ। ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ২০
লঞ্চ দুর্ঘটনায় নিহত নৌযাত্রীদের স্মরণে শোকসভা এবং নৌ নিরাপত্তার দাবিতে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ মানববন্ধন করে। শাহবাগ, ২৭ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১০ / ২০
সম্প্রতি সড়ক, রেল ও নৌপথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। তবু কর্তৃপক্ষ ও জনসাধারণের সচেতনতার অভাব দেখা যায়। খিলগাঁও রেল ক্রসিংয়ে নিরাপত্তাবেষ্টনি না থাকায় ট্রেনের কাছাকাছি চলে যায় যানবাহন ও মানুষ। এতে করে বাড়ছে জীবনের ঝুঁকি। খিলগাঁও, ২৭ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
১১ / ২০
খাবারের খোঁজে মাঠে ঘুরছে তিনটি চীনা হাঁস। কখনো একটু সাড়াশব্দ শুনলেই দাঁড়িয়ে যাচ্ছে হাঁসগুলো। বেড়েরবাড়ী গ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ২৭ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১২ / ২০
সড়ক ও ফুটপাত দখল করে শুকানো হচ্ছে আগরবাতি। কেডিএ অ্যাভিনিউ শেখপাড়া, খুলনা, ২৮ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২০
রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লি ও আশপাশের এলাকার শিশুদের ক্ষমতায়নের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠায় ২০১৩ সালে গঠিত ‘চাইল্ড ক্লাব’–এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় আজ সোমবার। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রদানের জন্য সারিবদ্ধভাবে শিশু ভোটাররা লাইন ধরে অপেক্ষা করছে। এ সময় প্রতিদ্বন্দ্বী অনেক প্রার্থীকে ভোট প্রার্থনা করতে দেখা যায়। দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতি কার্যালয়ের মাঠে। রাজবাড়ী, ২৭ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
১৪ / ২০
সুরমা সিলেটের সবচেয়ে বড় নদী। বর্ষায় পানিতে টইটম্বুর থাকলেও শুষ্ক মৌসুমে পানি কমে গিয়ে নদীর বিভিন্ন স্থানে এমন চর জেগে ওঠে। তখন বড় বড় নৌকার চলাচল বন্ধ থাকে। মুক্তিরচক এলাকা, সিলেট, ২৩ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
লঞ্চ দুর্ঘটনায় বেঁচে যাওয়া দগ্ধ মো. রিসান সিকদার রনি (১৬) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার দুই পা আগুনে দগ্ধ হয়েছে। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালে নিখোঁজ স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে ঢাকা থেকে আসা ফরেনসিক দল। তাই রনি তার মা ও বোনের খোঁজ পাওয়ার জন্য নমুনা দিতে বরিশাল থেকে বরগুনা জেনারেল হাসপাতালে এসেছে। অপেক্ষার একপর্যায়ে হাসপাতালের বেডে মা ও বোনের ছবি নিয়ে কান্নায় ভেঙে পড়ে সে। বরগুনা জেনারেল হাসপাতাল, ২৭ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১৬ / ২০
ডোয়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডে সদস্যপদে পুনরায় ভোট গ্রহণের দাবিতে এলাকাবাসীর সড়ক অবরোধ। সকাল ১০টা থেকে দোলভিটি-ডোয়াইল-কেন্দুয়া সড়কের দোলভিটি বাজার এলাকা দুই ঘণ্টা অবরোধ করে রাখা হয়। সরিষাবাড়ী, দোলভিটি বাজার, জামালপুর, ২৭ ডিসেম্বর
ছবি: শফিকুল ইসলাম
১৭ / ২০
নিজের বাগানের মুলি বাঁশ কেটে ভেলা বেঁধে কাপ্তাই হ্রদে ভাসিয়ে বিক্রির জন্য রাঙামাটি শহরে নিয়ে যাচ্ছেন পাহাড়ি দুই যুবক। শুকনা মৌসুমে বাসাবাড়ি তৈরি, মেরামত ও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই বাঁশ। প্রায়ই দাম বেশি পাওয়া যায়। তাই শহরে গিয়ে বিক্রি করা। চোংড়াছড়ি মুখ এলাকা, রাঙামাটি, ২৭ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২০
শীতের সকালে গৃহপালিত ছাগলছানাদের গরম কাপড়ে জড়িয়ে খুনসুটিতে মেতেছে এক শিশু। মনোহর, শহরতলি, রংপুর, ২৭ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে ঢাকা থেকে আসা ফরেনসিক দল। বরগুনা সদর হাসপাতাল, ২৭ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২০ / ২০
জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভা। ঢাকা, ২৭ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ