জেএফএ অনূর্ধ্ব-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে গাইবান্ধা ও খাগড়াছড়ি জেলা দলের খেলার মুহূর্ত। মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী, ২৯ নভেম্বরছবি: শহীদুল ইসলাম
শীত এসে গেছে। রস সংগ্রহের জন্য খেজুরগাছ প্রস্তুত করছেন এই গাছি। শীতকালে খেজুরের রস থেকে তৈরি গুড়ে বানানো হয় নানা রকমের পিঠা-পায়েস। গয়েশপুর, পাবনা, ২৯ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৭ / ১০
ভারে নুয়ে পড়েছে ডালপালা। কমলায় ভরপুর গাছ থেকে ফল সংগ্রহ করছেন কমলাচাষি। নানিয়ারচর, রাঙামাটি, ২৯ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
রাজধানীর বিভিন্ন এলাকায় সম্প্রতি মশার উৎপাত বেড়েছে। হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মশার আতঙ্কে ৯ মাসের শিশু রিফাতের জন্য দিনের বেলায়ও ঘরে মশারি টানিয়ে রাখেন মা আয়েশা আক্তার। বিকেলে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার বোর্ড ঘাট বস্তিতে। ঢাকা, ৩০ নভেম্বরছবি: দীপু মালাকার
১০ / ১০
চার বছরের নাতি আবিদকে ছাতার নিচে ঘুম পাড়িয়ে নৌকা চালাচ্ছেন মামুন মিয়া। ছেলে ও পুত্রবধূ দুজনই বাইরে কাজ করেন। তাই নাতি নিয়েই কাজে বের হয়েছেন তিনি। আগানগর, দক্ষিণ কেরানীগঞ্জ, ২৯ নভেম্বরছবি: দীপু মালাকার