মহসেন জুট মিল শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনাদি চলতি মাসের মধ্যে এককালীন পরিশোধসহ বন্ধ করা ব্যক্তিমালিকানাধীন জুট মিল চালু ও ৬ দফা দাবিতে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন ও মহসেন জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্যোগে অনশন কর্মসূচি। মহসেন মিলের প্রধান ফটকের সামনে, খুলনা, ২৪ নভেম্বরছবি: প্রথম আলো