এক ঝলক (২০ মার্চ ২০২২)

১ / ১৭
টিসিবির পণ্য কিনতে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরে যান অনেকেই। আজ রোববার রাজধানীর নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে
ছবি: আশরাফুল আলম
২ / ১৭
‘পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি কোন পথে’ শীর্ষক সিপিডির সংবাদ সম্মেলন। সিপিডি কার্যালয়, ধানমন্ডি, ঢাকা, ২০ মার্চ
ছবি: জাহিদুল করিম
৩ / ১৭
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ মাঠে। ঢাকা, ২০ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৪ / ১৭
মনিজা রহমান গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের (২০২২ সেশনের) নিবন্ধনের টাকা আত্মসাতের অভিযোগে প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঢাকা, ২০ মার্চ
ছবি: সাজিদ হোসেন
৫ / ১৭
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মরদেহ বনানী কবরস্থানে দাফন শেষে শ্রদ্ধা নিবেদন করা হয়। ঢাকা, ২০ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
৬ / ১৭
রমজান উপলক্ষে সারা দেশে এক কোটি নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে উপজেলা প্রশাসন থেকে দেওয়া নির্দিষ্ট কার্ড নিয়ে পণ্য কিনতে এসেছেন নারী ও পুরুষেরা। রায়পাশা-কড়াপুর ইউনিয়ন, সদর উপজেলা, বরিশাল, ২০ মার্চ
ছবি: সাইয়ান
৭ / ১৭
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে মুন্সিগঞ্জ যাওয়ার পথে নারায়ণগঞ্জের আলআমিন নগর ঘাট এলাকায় লঞ্চ ডুবির ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে সাঁতার কেটে ফিরে আসা দুই বন্ধু শাকিল ও প্রান্ত (সাদা শার্ট) একজন আরেকজনকে জড়িয়ে ধরে কান্না করছে। নারায়ণগঞ্জ, ২০ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৮ / ১৭
নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জেলা ঠিকাদার সমন্বয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সাতমাথা এলাকা, বগুড়া শহর, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
৯ / ১৭
মুকুল থেকে আমের গুটি দিন দিন বড় হচ্ছে। সেউজগাড়ী আমতলা মোড়, বগুড়া শহর, ২০ মার্চ
ছবি: সোয়েল রানা
১০ / ১৭
রংপুর-ঢাকা নির্মাণাধীন চার লেন মহাসড়কে ধুলোবালিতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ছবিটি রংপুর নগরের ধর্ম দাস এলাকা থেকে তোলা। রংপুর, ২০ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
বিশাল বাগানজুড়ে গাছে গাছে সাদা মেঘের মতো তুলা ধরে আছে। এখন তুলা মাড়াইয়ের মৌসুম। এগুলো মাড়াইয়ের পর শুরু হবে বীজ আলাদা করার প্রক্রিয়া। তুলা গবেষণা মাঠ, মাধখলা, শ্রীপুর, গাজীপুর। ২০ মার্চ ২০২২
ছবি: সাদিক মৃধা
১২ / ১৭
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ময়মনসিংহ টিটিসির উদ্যোগে। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ১৮ মার্চ
ছবি: আনোয়ার হোসেন
১৩ / ১৭
কথা ছিল সকাল ৯টায় টিসিবির পণ্য বিক্রি শুরু হবে। সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী নারী-পুরুষ চৈত্রের তীব্র রোদের মধ্যে সদর উপজেলা পরিষদ চত্বরে লাইনে দাঁড়ায়। বেলা ১১টা ৩৪ মিনিটে পণ্যবাহী ট্রাক পৌঁছায় এবং দুপুর পৌনে ১২টায় পণ্য বিক্রি শুরু হয়। এ সময় হাজারো মানুষকে সামলাতে উপজেলা প্রশাসন ও পুলিশকে হিমশিম খেতে হয়। চুয়াডাঙ্গা, ২০, মার্চ
ছবি: প্রথম আলো
১৪ / ১৭
ফুরমোন পাহাড় রাঙামাটি প্রবেশমুখ। পরিচিতির জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটি লেখা টাঙিয়ে দিয়েছে। সেই সবুজ পাহাড় এখন লতাগুল্ম বৃক্ষ কমে যাওয়ায় ন্যাড়া পাহাড়ে পরিণত হয়েছে। সাপছড়ি ফুরমোন পাহাড় এলাকা, রাঙামাটি, ২০ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ১৭
দীর্ঘ অপেক্ষার পর বেলা দুইটার পরে আসা টিসিবির পণ্যবাহী গাড়ি থেকে ২ কেজি চিনি, ডাল এবং ২ লিটার তেল পেয়ে আনন্দে আত্মহারা সফুরা বেগম। ৭ নম্বর ওয়ার্ডের অশোকতলা কাউন্সিল অফিস এলাকা, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: এম সাদেক
১৬ / ১৭
এক দিন আগে হঠাৎ করেই স্থগিত করা হয়েছে সিলেট জেলা বিএনপির সম্মেলন। এমন খবর শুনে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনস্থলে আসেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। গুটিয়ে নেওয়া হচ্ছে সম্মেলন মঞ্চ ও ব্যানার-ফেস্টুন। সিলেট, ২০ মার্চ
ছবি: আনিস মাহমুদ
১৭ / ১৭
বোরো ধানের জমিতে পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে এবং বিষমুক্ত ফসল ফলাতে জমিতে গাছের ডাল পুঁতে দিচ্ছেন প্রভাষক মতিন সৈকত। আদমপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী