এক ঝলক (১৫ অক্টোবর, ২০২১)

১ / ১৩
বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন ভক্তরা। মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির পালপাড়া, রংপুর, ১৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৩
ঘাটে নৌকা বেঁধে যাত্রীর জন্য অপেক্ষা। আলীপুর ঘাট, মেঘনা, কুমিল্লা, ১৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১৩
নদী পেরিয়ে গবাদিপশুর খাবার জোগাড় করতে হয় তাঁদের। গোদাখালী গ্রাম, সারিয়াকান্দি উপজেলা, বগুড়া, ১৪ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৪ / ১৩
নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই এভাবে কাজ করতে হয় শ্রমিকদের। সাগরিকা, চট্টগ্রাম নগর, ১৪ অক্টোবর
ছবি: জুয়েল শীল
৫ / ১৩
হাউস বোট নিয়ে কাপ্তাই হ্রদে ভ্রমণে বের হয়েছেন পর্যটকেরা। বড়াদম মোরঘোনা, রাঙামাটি সদর, ১৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৩
খেতে পেঁয়াজ রোপণ করছেন কৃষকেরা। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৫ অক্টোবর
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৩
বিজয়া দশমীতে মন্দিরে মোমবাতি প্রজ্বালনে ব্যস্ত ভক্তরা। ঢাকেশ্বরী মন্দির মণ্ডপ, ঢাকা, ১৫ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৩
পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির টহল। পায়রাচত্বর, রংপুর, ১৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার ঘটনার প্রতিবাদে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে জুমার নামাজের পর মিছিল বের করেন মুসল্লিরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। ঘটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও। ঢাকা, ১৫ অক্টোবর
ছবি: সাইফুল ইসলাম
১০ / ১৩
জুমার নামাজের পর বের করা মুসল্লিদের বিক্ষোভ মিছিলে পুলিশের কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ। নয়াপল্টন, ঢাকা, ১৫ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন
১১ / ১৩
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচিতে পথশিশুদের হাত ধুয়ে দেন ‘রোয়ার ফর স্ট্রিট চাইল্ড’ নামের সংগঠনের সদস্যরা। চৌহাট্টা, সিলেট, ১৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৩
যমুনা নদীতে প্রতিমা বিসর্জনে যাচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর মানুষেরা। লিটন ব্রিজ, নওগাঁ শহর, ১৫ অক্টোবর
ছবি: ওমর ফারুক
১৩ / ১৩
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বিশ্রামরত সিংহ ও সিংহী। শ্রীপুর, গাজীপুর, ১৪ অক্টোবর
ছবি: সাদিক মৃধা