এক ঝলক (১২ ডিসেম্বর, ২০২০)

১ / ১৬
ফসলের খেতে কাজের ফাঁকে দুপুরের ভাত এনেছে নাতি মনির। আলুভর্তা আর ডাল দিয়ে ভাত খাচ্ছেন দাদা আহেদ আলী। ছবিটা সম্প্রতি কুষ্টিয়ার কুমারখালীর চর কোমরপুর থেকে তোলা
ছবি: সাবিনা ইয়াসমিন
২ / ১৬
কয়েক দিনে সারা দেশে জেঁকে বসেছে শীত। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে নিম্ন আয়ের মানুষেরা ছুটছে ফুটপাতের কাপড়ের দোকানগুলোতে। নগরের কারওয়ান বাজার এলাকা
ছবি: হাসান রাজা
৩ / ১৬
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মামলার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাঁদের আদালত থেকে কারাগারে পাঠানো হয়
ছবি: তৌহিদী হাসান
৪ / ১৬
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে একটি মিউজিক ভিডিওর শুটিং করছেন শিল্পীরা
ছবি: দীপু মালাকার
৫ / ১৬
শীতকালীন সবজি হিসেবে পেঁয়াজের কলির চাহিদা বেশ ভালো। ফরিদপুর সদরের আদমপুর এলাকায় বিক্রির জন্য খেত থেকে পেঁয়াজের কলি তুলে আঁটি বাঁধছেন গৃহবধূ রুমা বেগম
ছবি: প্রবীর কান্তি বালা
৬ / ১৬
ঢাকা শহরের রাস্তায় ও জনসমাগমস্থলে সহজে হাত ধোয়ার জন্য ‘হ্যান্ড ওয়াশিং অন হুইলস’ কর্মসূচি চালু করেছে ওয়াটারএইড। আজ ওয়াসা ভবনের সামনে
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননার প্রতিবাদে রাজধানীর শাপলা চত্বরে মানববন্ধন করে এফবিসিসিআই। আজ মতিঝিলে
ছবি: দীপু মালাকার
৮ / ১৬
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মনু নদে প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে মাছ ধরা উৎসব। তিন দিনব্যাপী চলবে এ উৎসব। উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার এলাকাসহ আশপাশের নদী–তীরবর্তী এলাকার লোকজন মেতে ওঠেন উৎসবে
ছবি: কল্যাণ প্রসূন
৯ / ১৬
ময়মনসিংহ সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সিটির ৩৩টি ওয়ার্ডে হাম-রুবেলা টিকা দেওয়া হয় শিশুদের
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১৬
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন করে দনিয়া সাংস্কৃতিক জোট। গতকাল রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে
ছবি: প্রথম আলো
১১ / ১৬
গাজীপুরের শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের দেবে যাওয়া অংশ মেরামতের পর সড়কটিতে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে। আজ কাপাসিয়া উপজেলার দস্যুনারায়ণপুর এলাকা
ছবি: সাদিক মৃধা
১২ / ১৬
এক শোভাযাত্রায় অংশ নিতে রাজশাহী থেকে ১৪ দিন হেঁটে ৬ বছর বয়সী হাতি ‘লক্ষ্মী’কে নিয়ে খুলনায় আসেন মাহুত করিম। এখন আবার রাজশাহী ফিরছেন তিনি। পথে কেউ কিছু দিলে তা গ্রহণ করে হাতিটি। আজ খুলনার বৈকালি মোড়ে
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৬
শীতের সবজি তুলতে ব্যস্ত মো. আলী মিয়া। নিজের জমিতে ফুলকপি চাষ করেছেন তিনি। কুষ্টিয়ার খোকসা এলাকায়। ছবি: সাবিনা ইয়াসমিন
ছবি: সাবিনা ইয়াসমিন
১৪ / ১৬
‘জাতির পিতার সম্মান রাখব মোরা অম্লান’ শিরোনামে সরকারি কর্মকর্তা ফোরামের আয়োজনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সমাবেশ করা হয়। আজ রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৬
দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। দিনেরবেলায়ও সড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। এরই মধ্যে হাওয়াই মিঠাই বিক্রি করতে বের হয়েছেন দুই ফেরিওয়ালা। আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার শিংপাড়া এলাকায়
ছবি: রাজিউর রহমান
১৬ / ১৬
পাহাড়ে হাড়কাঁপানো শীত পড়েছে। খাগড়াছড়ি শহরের নয়নপুর এলাকা ধনুরিরা ব্যস্ত লেপ তৈরির কাজে। আকারভেদে প্রতিটি লেপের দাম ৬০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়
ছবি: নীরব চৌধুরী