আগামী ১১ নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সেখানে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের সমর্থকেরা মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ভ্যান নিয়ে প্রচারে নামেন। এতে মহাস্থান এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বগুড়া-রংপুর মহাসড়কে যানজটে আটকা পড়ে শত শত যানবাহন। মহাস্থান বাজার এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ৯ নভেম্বরছবি: সোয়েল রানা