অবহেলায় রোকেয়ার স্মৃতি
সমাজসংস্কারক ও নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার বাবা জহীরুদ্দিন মুহাম্মদ আবু আলী হায়দার সাবের ছিলেন তাঁর বংশের শেষ জমিদার। রংপুরের পায়রাবন্দে এই জমিদার বংশেই ১৮৮০ সালে রোকেয়ার জন্ম। রোকেয়া ১৯৩২ সালে কলকাতায় মারা যান। রোকেয়ার জন্ম ও মৃত্যু একই দিন ৯ ডিসেম্বর হওয়ায় দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘বেগম রোকেয়া দিবস’ হিসেবে পালিত হয়। আজ বুধবারও সারা দেশে দিবসটি পালিত হবে।
১৯০৯ সালে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা, ১৯১৬ সালে আনজুমানে-খাওয়াতীনে ইসলাম নামে নারী সংগঠন গড়ে তোলা, বাংলা ও ইংরেজিতে লেখা বিভিন্ন গ্রন্থে রোকেয়া নারী জাগরণ, নারী ও পুরুষের সমানাধিকারের বিষয়গুলো প্রতিষ্ঠা করে গেছেন। তবে পায়রাবন্দে রোকেয়ার পৈতৃক ভিটা ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রটি অবহেলায় জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। রোকেয়ারা স্বজনেরা নিজ উদ্যোগে রোকেয়ার স্মৃতি বাঁচিয়ে রাখছেন।
পায়রাবন্দে রোকেয়ার পৈতৃক ভিটা ও স্মৃতিকেন্দ্র ঘুরে ছবিগুলো তুলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক মানসুরা হোসাইন ও রংপুরের আলোকচিত্রী মঈনুল ইসলাম।