একঝলক (০২ সেপ্টেম্বর ২০২৪)

১ / ২০
শরৎ মানে নীল আকাশের গায়ে যেন মেঘ-তুলার ওড়াউড়ি! শেখঘাট, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
২ / ২০
শরৎ এলেই শুভ্র তুলার মতো কাশফুলে ছেয়ে যায় চারপাশ। ঘ্রাণহীন এ ফুলের আছে ভিন্ন এক রূপ। প্রকৃতিপ্রেমীদের কাছে তাই শরৎ মানেই কাশফুল। কাশফুলের দেখার মুহূর্ত মুঠোফোনের ক্যামেরায় বন্দী করছেন কয়েকজন শিক্ষার্থী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশের পাহাড়, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৩ / ২০
রাস্তা পার হয়ে জলাভূমির দিকে যাচ্ছে একটি কচ্ছপ। ইন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর, ২ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
৪ / ২০
নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুতগতির লেনেও ঝুঁকি নিয়ে চলাচল করছে ধীরগতির যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ২ সেপ্টেম্বর
ছবি: দিনার মাহমুদ
৫ / ২০
কাজের অপেক্ষায় দিনমজুরেরা। কাজ পেলেই কোদাল আর টুকরি নিয়ে যে যাঁর মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়েন। শিবগঞ্জ, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
বর্ষার পর এ সময়ে চরাঞ্চলে মাছ ধরার চাঁইয়ের চাহিদা থাকে বেশি। মাগুরা থেকে চাঁই কিনে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ২ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৭ / ২০
মাছ শিকারে ব্যস্ত জেলে। পিঠাকরা হাওর, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ২০
দুপুরে হঠাৎ নামা ঝুম বৃষ্টিতে চলাচলকারী অনেকেই ভোগান্তিতে পড়েন। সিঅ্যান্ডবি রোড, বরিশাল নগর, ২ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
৯ / ২০
ধরা পড়া মাছগুলো বাছাই করা হচ্ছে। পিঠাকরা হাওর, সিলেট, ২ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২০
গ্রামে গ্রামে এখন চলছে আউশ ধান তোলার মৌসুম। খেত থেকে আউশ ধান কেটে এনে বাড়ির উঠানে জড়ো করে রাখছেন কৃষক। বৌঘাটা, কৈজুরী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২০
উজ্জ্বল লাল জবা ফুল। থুকড়া, ডুমুরিয়া, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ২০
নিচু এলাকা বা জলাশয়ে জমা পানিতে জাগ দেওয়ার জন্য মহিষের গাড়ি থেকে নামানো হচ্ছে পাট। আটঘরিয়া, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২০
লাইফ জ্যাকেট ছাড়া ঝুঁকি নিয়ে স্পিডবোটে গন্তব্যে যাচ্ছে যাত্রীরা। চরমোনাই সেতু, চরমোনাই, বরিশাল, ২ সেপ্টেম্বর
ছবি সাইয়ান
১৪ / ২০
বিলের জলে ফুটেছে পদ্মফুল। এমন স্বাদুপানিতে সাঁতার আর ডুব দিয়ে খাবার খায় জলচর পাখি ছোট ডুবুরি। দেশের হাওর–বাঁওড়, বিল, হ্রদ ও স্রোতবিহীন নদীতে আবাসিক পাখিটি একসময় অনেক দেখা গেলেও বর্তমানে দেখা পাওয়া কঠিন। দিকশীর বিল, চাটমোহর, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
সামনে দুর্গাপূজা উপলক্ষে নানা রকমের মাটির থালাবাসন তৈরিতে ব্যস্ত কুমাররা। বাসন তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন কুমার। দক্ষিণ মমিনপুর, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
কয়েক দিন আগেও গুমোট যে আকাশ ছিল কালো মেঘে ঢাকা, প্রকৃতির পালাবদলে তা এখন শুভ্র মেঘের দখলে। নীলাকাশে মেঘের এ রূপ জানান দেয় এসে গেছে শরৎকাল। তবে ভাদ্রের ভ্যাপসা গরমে শান্তি পেতে থেমে নেই জলের বুকে শিশু-কিশোরদের দুরন্তপনা। দ্বীপচর, পাবনা, ২ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
পাকা সোনালি ধান বন্যার পানিতে তলিয়ে ছিল বেশ কিছুদিন। ধীরে ধীরে পানি কমলেও এখনো রয়ে গেছে হাঁটুসমান পানি। পচে যাওয়ার ভয়ে দ্রুত ধান কেটে বাড়ি ফিরছেন কৃষক। রতনপুর, কুমিল্লা, ২ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
১৮ / ২০
জমি থেকে কলা কেটে বিক্রি করতে নিয়ে যাচ্ছেন এই চাষি। শিবপুর, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২০
বিশেষ যন্ত্র দিয়ে তৈরি করা পাটের দড়ি রোদে শুকাতে দিচ্ছেন। শুকানো শেষে প্রতি কেজি দড়ি বিক্রি হয় ২৫০ টাকায়। বালাচড়া, রংপুর, ২ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
ঘেরের পাশে চাষ করা করলা বিক্রির জন্য বস্তায় ভরছেন কিষান-কিষানিরা। গতকাল আড়তে করলা বিক্রি করেছেন ৩০ টাকা প্রতি কেজি। গফফার সড়ক, ডুমুরিয়া, খুলনা, ২ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন