একঝলক (১৭ জানুয়ারি ২০২৪)

১ / ৩০
মাটি দিয়ে ছোট মার্বেল বল তৈরি করছিল শিশুরা। হঠাৎ ছবি তুলতে দেখায় তারা আনন্দ–উচ্ছ্বাস প্রকাশ করে ক্যামেরার সামনে। বাবুলচড়া, গয়েশপুর, পাবনা, ১৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২ / ৩০
কুয়াশামাখা সকালে তীব্র শীত উপেক্ষা করে জমি চাষ করছেন কৃষক। বাইশটিলা এলাকা, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ৩০
কয়েক দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় এই শীতে বিপাকে পড়েছেন তাঁতিরা। সুতা শুকাতে দিলেও রোদ না থাকায় তা ভেজাই থাকছে। নতুনপাড়া, জালালপুর, পাবনা, ১৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৪ / ৩০
হাওরে শিকারের পর গাছের ডালে ডানা মেলে বসে আছে পানকৌড়ি। উফতার হাওর, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৫ / ৩০
শীতে জবুথবু হয়ে পেঁয়াজের খেতে নিড়ানি দিচ্ছেন এই চাষি। নয়াপুকুর এলাকা, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৩০
হাওরে দল বেঁধে সাঁতার কাটছে হাঁস। উফতার হাওর, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ৩০
তীব্র গ্যাস–সংকটে নাজেহাল নগরবাসীর মানুষ। গ্যাস না থাকায় ঝুট জ্বালিয়ে মাটির চুলায় রান্না বসিয়েছেন গৃহিণী সুমি বেগম। দেওভোগ আখড়া এলাকায়, নারায়ণগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ
৮ / ৩০
ঠান্ডা বেশি। তাই বেলা বাড়ার পর ছাগল নিয়ে মাঠে যাচ্ছেন এক ব্যক্তি। বাকগুল হাওর এলাকা, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ৩০
টানা কয়েক দিনের ঠান্ডায় কাবু মানুষ। খানিক উষ্ণতার জন্য নাতি জুনায়েদকে কোলে নিয়ে রোদের আশায় ঘরের বাইরে এসেছেন তার দাদি। পিঠাকরা হাওরপার, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১০ / ৩০
বোরো ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন হাওরপারের কৃষকেরা। উফতার হাওর, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১১ / ৩০
জলাশয়ে গাছের ডালে বসে মাছশিকারি পাখি মাছরাঙা। নালিয়া গ্রাম, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১২ / ৩০
নিজেদের খেতের কৃষিপণ্য বিক্রি করতে রাঙামাটি শহরের হাটে নিয়ে যাচ্ছেন লোকজন। ঢেপ্পোছড়ি মুখ এলাকা, রাঙামাটি, ১৭ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৩ / ৩০
শীতের সকাল মাঠে বাইসাইকেল চালিয়ে শরীর গরম করছে শিশুরা। নালিয়া গ্রাম, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ৩০
জ্বালানির লাকড়ি-লতাপাতা কুড়িয়ে মাথায় করে বাড়িতে ফিরছেন দুই নারী। লক্ষ্মীপুর, কাহালু, বগুড়া, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৫ / ৩০
খেত থেকে আলু তুলছে বিক্রির জন্য। পাইকারিতে আলুর দাম কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকায়। পুটিমারি এলাকা, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ৩০
খেতের ফসল রক্ষায় কীটনাশক প্রয়োগ করছেন এক কৃষক। লক্ষ্মীপুর, কাহালু, বগুড়া, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৭ / ৩০
আট দিন ধরে সূর্যের দেখা নেই। শীতের তীব্রতাও কমছে না। বোরো ধানের বীজ নষ্ট হওয়ার উপক্রম, তাই ওষুধ ছিটানো হচ্ছে বীজতলায়। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ৩০
খালের মাঝে পুঁতে রাখা বাঁশ-কঞ্চিতে বসে আছে পানকৌড়ির দল। খাউড়া দহ এলাকা, শাজাহানপুর, বগুড়া, ১৭ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৯ / ৩০
হাড়কাঁপানো শীতের সকালে মাটি দিয়ে টব তৈরির কাজ করছেন তন্বী বালা। পালপাড়া এলাকা, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ৩০
শীতের সকালে ছোট সাইকেল নিয়ে বের হয়েছে দুই শিশু। বয়রা, মালিগাছা, পাবনা, ১৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২১ / ৩০
শীতের সকালে নাতিকে মোটরসাইকেলে নিয়ে ঘুরছেন এই ব্যক্তি। রাজেন্দ্রপুর এলাকা, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২২ / ৩০
তীব্র শীতের সকালে কোদাল-টুকরি নিয়ে কাজে যাচ্ছেন দুই দিনমজুর। বন্দরবাজার, সিলেট, ১৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২৩ / ৩০
রস সংগ্রহে খেজুরগাছে ঝুলিয়ে রাখা হয়েছে পাত্র। তাতে বসেছে ফিঙে পাখিটি। কটক বাজার এলাকা, কুমিল্লা, ১৭ জানুয়ারি
ছবি: এম সাদেক
২৪ / ৩০
ঘণ কুয়াশার কারণে মঙ্গলবার দিবাগত রাতে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের অদূরে আটকে গিয়েছিল ইউটিলিটি (ছোট) ফেরি রজনীগন্ধা। সেটিতে ছোট-বড় ৯টি ট্রাক ছিল। বুধবার সকাল আটটার পরপরই ফেরিটি ডুবে যায়। পরে শুরু হয় উদ্ধারকাজ। পাটুরিয়া, মানিকগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
২৫ / ৩০
তীব্র শীত উপেক্ষা করে সকাল সকাল কাজের খোঁজে বের হয়েছিলেন তাঁরা। কিন্তু কাজ না পেয়ে অলস বসে থাকতে হয় তাঁদের। শিববাড়ী মোড়, খুলনা, ১৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২৬ / ৩০
পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক নিবাসের উঠানে ফুটেছে ফুল। ‘মহানায়িকা’ হিসেবে খ্যাত এই অভিনেত্রীর দশম প্রয়াণদিবস আজ। হেমসাগর লেন, গোপালপুর, পাবনা, ১৭ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২৭ / ৩০
ঘন কুয়াশা আর কনকনে শীতের মধ্যে পদ্মা নদী থেকে মাছ শিকার করছেন জেলেরা। পাটুরিয়া ফেরিঘাট এলাকা, মানিকগঞ্জ, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৮ / ৩০
টিসিবির ভর্তুকি মূল্যে পণ্য নিতে এসেছেন তাঁরা। সকালে দোকান খোলার কথা থাকলেও ভোর থেকেই দোকানের পাশে বসে অপেক্ষা করছেন তাঁরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২৯ / ৩০
ঘন কুয়াশার কারণে আলো জ্বালিয়ে নছিমনে মুড়ির বস্তা নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক চালক। বদরপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ১৭ জানুয়ারি
ছবি: আলীমুজ্জামান
৩০ / ৩০
সবজি হিসেবে ডাঁটা সবারই বেশ প্রিয়। খেত থেকে সেই ডাঁটা তুলে ফিরছেন এক নারী। পালিচড়া, রংপুর, ১৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম