শীতকাল শেষ আজ পয়লা ফাল্গুন। বসন্তকাল শুরু হলো। কিন্তু রংপুরে শীতের আমেজ এখনো কাটেনি। সকালে ও সন্ধ্যায় কনকনে শীত। সকালে কম্বল মুড়িয়ে তাই একজন রোদ পোহাচ্ছেন। কেরানিহাট, রংপুর, ১৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৬ / ১৯
বসন্তকে বরণ করতে প্রথম দিন খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজন করে বসন্তবন্দনা অনুষ্ঠান। খুলনা বিশ্ববিদ্যালয়, ১৪ ফেব্রুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৯
সুন্দরবন দিবস উপলক্ষে সুন্দরবন বিনাশী সব কর্মকাণ্ড বন্ধের দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সুন্দরবন রক্ষা জাতীয় কমিটিসহ বিভিন্ন সংগঠন মানববন্ধন করে। শাহবাগ, ১৪ ফেব্রুয়ারিছবি: সাজিদ হোসেন
৮ / ১৯
ভোরে হাল নিয়ে বেড়িয়েছিলেন কৃষক আরিফুল ইসলাম। হালচাষ শেষে জমির আল দিয়ে বাড়ি ফিরছেন তিনি। কামদেবপুর, সদর উপজেলা, রংপুর, ১৪ ফেব্রুয়ারিছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে নগরের ফুলের দোকানগুলোয় ক্রেতারা আসছেন নানা ধরনের ফুল কিনতে। ভালোবাসার মানুষকে জানাবে ফুল দিয়ে শুভেচ্ছা অথবা নিজেকে রাঙাবেন ফুলে। সদর রোড, বরিশাল নগর, ১৪ ফেব্রুয়ারিছবি: সাইয়ান
১০ / ১৯
পাহাড় থেকে ঝাড়ুফুল সংগ্রহ করে ফিরছেন দুই নারী। আলমগীর টিলা, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৩ ফেব্রুয়ারিছবি: পলাশ বড়ুয়া
১১ / ১৯
বসন্তবরণ উপলক্ষে শোভাযাত্রা বের করে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। সাহেববাজার, রাজশাহী, ১৪ ফেব্রুয়ারিছবি: শহীদুল ইসলাম
১২ / ১৯
বসন্তে নানা ফুটন্ত ফুলে প্রকৃতিকে রাঙিয়েছে চারদিক। ফুটন্ত ফুলে মধু আহরণে ভ্রমরের আনাগোনা। সাঁতারপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ১৪ ফেব্রুয়ারিছবি: তাফসিলুল আজিজ
১৩ / ১৯
ফুলের মধু আহরণে ঘুরছে মৌটুসী পাখি। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া ১৪ ফেব্রুয়ারিছবি: সোয়েল রানা
১৪ / ১৯
মায়ের পা ধুয়ে ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উদ্যাপন করল দেড় শতাধিক শিশু। অনুষ্ঠানটির আয়োজন করে হাতেখড়ি প্রি-প্রাইমারি স্কুল। এসপি পার্ক, টাঙ্গাইল, ১৪ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৫ / ১৯
সদ্য তৈরি করা ধানখেতে খাবারের সন্ধানে নেমেছে কালাম পাখিটি। কাপ্তাই হ্রদ, কালিন্দিপুর, রাঙামাটি, ১৪ ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৯
বানর ছানাকে পিঠে নিয়ে মা বানর এক গাছ থেকে আরেক গাছে ঘুরে বেড়াচ্ছে খাবারের খোঁজে। তৈমিদুঙ পাহাড়, রাঙামাটি, ফেব্রুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ১৯
বসন্ত উৎসবে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। তাহিরপুর, সুনামগঞ্জ, ১৪ ফেব্রুয়ারিছবি: প্রথম আলো
১৮ / ১৯
নানা আয়োজনের মাধ্যমে চট্টগ্রামে উদ্যাপন করা হয়েছে বসন্ত উৎসব। সিআরবি, চট্টগ্রাম, ১৪ ফেব্রুয়ারিছবি: সৌরভ দাশ
১৯ / ১৯
‘নৃত্যশৈলীর’ আয়োজনে বসন্তবরণ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে সংগঠনটির শিল্পীরা। জালালাবাদ পার্ক, সিলেট, ১৪ ফেব্রুয়ারিছবি: আনিস মাহমুদ