একঝলক (২৯ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১৭
আলু তোলার মৌসুম চলছে, তাই পাটের বস্তার এখন খুব চাহিদা। হাট থেকে বস্তা কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা। বৈরাগীগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২ / ১৭
আলু তুলে বিক্রির জন্য বাছাই করছেন চাষি। তিলকপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
প্লাস্টিকের তৈরি গৃহস্থালি পণ্য মোটরসাইকেলে সাজিয়ে বিক্রি করতে বেরিয়েছেন একজন। তনকা এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
শর্ষে কেটে তা বাড়িতে নেওয়ার জন্য আঁটি বাঁধা হচ্ছে। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আলুর শুকনা ডাল সাইকেলে তুলে জমির আল দিয়ে বাড়িতে ফিরছে এই কিশোর। ভিমেরগড় এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১৭
বগুড়া শহরের রাজাবাজার সড়কে সারা দিনই যানজট লেগে থাকে। এতে সড়কটিতে চলাচলে শহরবাসীর দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজাবাজার এলাকা, বগুড়া, ২৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৭ / ১৭
শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া অন্যতম আকর্ষণীয়। থানা চত্বর, চাটমোহর, পাবনা, ২৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ১৭
বগুড়ার চার উপজেলার মানুষের কাছে জেলা শহরের প্রবেশদ্বার করতোয়া নদীর ওপর ফতেহ আলী সেতু। সেতুর পুনর্নির্মাণকাজ চলাকালে পাশে দুটি বাঁশের সেতু বানানো হয়। এর মধ্যে একটি সেতু বন্ধ। চেলোপাড়া এলাকা, বগুড়া, ২৯ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
৯ / ১৭
মাঠ থেকে শর্ষেগাছ কেটে ঘোড়ার গাড়িতে নেওয়া হচ্ছে বাড়িতে। মাড়াইয়ের পর এর থেকে শষ্যদানা বের করে তা বিক্রি করা হবে হাটে। ধানুয়াঘাটা, ফরিদপুর, পাবনা, ২৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১০ / ১৭
জমিতে পড়ে থাকা শর্ষেদানা খাওয়ার জন্য নেমেছে পায়রার ঝাঁক। ক্ষুদ্র মাটিয়াবাড়ি, মালিগাছা, পাবনা, ২৯ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৭
শসাগাছের চারা যাতে হেলে না পড়ে, সে জন্য গাছের গোড়ায় বাঁশের চাড় দিচ্ছেন কৃষক সোহাগ গাজী। বিবির বাজার এলাকা, কুমিল্লা, ২৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১২ / ১৭
পাকা মরিচ ঝুলছে গাছের পাতার ফাঁকে ফাঁকে। সেই খেতে আগাছা তুলছেন কৃষক বাহার মিয়া। অরণ্যপুর গ্রাম, কুমিল্লা, ২৯ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১৩ / ১৭
ফাল্গুন-চৈত্র মাসে পাকে টক–মিষ্টি তেঁতুল। এসব তেঁতুল ফেরি করে বিক্রি করতে বেরিয়েছেন এক ব্যক্তি। কোর্ট পয়েন্ট এলাকা, সিলেট, ২৯ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৭
সকাল থেকে বিকেল পর্যন্ত বিলের পানিতে হাতড়ে মাছ ধরেন পেশাদার এসব জেলে। সেই মাছ বিলপাড়েই বিক্রি করেন। পানি দূষিত থাকলে গা চুলকায়। চুলকানি থেকে রক্ষা পেতে হাতে–পায়ে তেল মেখে বিলে নামার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। গোয়ালকান্দি এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
গৃহপালিত গবাদিপশুর খাবারের জন্য নিজের খেত থেকে ঘাস সংগ্রহ করছেন এক কৃষক। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৭
পানি শীতল থাকে বলে গরমের সময় মাটির কলসে পানি রেখে খান অনেকেই। তাই চাহিদা থাকায় পালপাড়ায় মাটির কলস তৈরি শেষে রোদে শুকাচ্ছেন সত্যরঞ্জন পাল। প্রতিটি কলস ৫০ টাকা দরে বিক্রি করবেন তিনি। দেওড়া এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৭
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বস্তাবন্দী দৌড়ে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। জোহরা বেগম উচ্চবিদ্যালয়, পশ্চিম খাবাসপুর এলাকা, ফরিদপুর, ২৯ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান