খুচরা বাজারে বিক্রির জন্য আড়ত থেকে পেঁয়াজ, রসুন ভ্যানে তোলা হচ্ছে। কদমতলা, খুলনা, ২৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
ঢাকা থেকে ট্রাকে করে আসা রড গুদামে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। স্টেশন সড়ক, খুলনা, ২৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৬
রাতভর বৃষ্টিতে খুলনা শহরের অনেক নিচু সড়কে জমেছে পানি। বয়রা, খুলনা, ২৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৬
নদী-নালা, খাল-বিল বৃষ্টির পানিতে ভরপুর। ফসলি জমিতে পুকুরের মাছ আসায় সেই মাছ শিকার করছেন একজন। পাচথবি, কুমিল্লা, ২৫ আগস্টছবি: এম সাদেক
৫ / ১৬
পদ্মা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক-তৃতীয়াংশ নদীতে ধসে গেছে। আবিধারা গ্রাম, ধুলশুড়া, হরিরামপুর, মানিকগঞ্জ, ২৫ আগস্টছবি: আবদুল মোমিন
৬ / ১৬
খেত থেকে ধানের চারা তুলছেন কৃষকেরা। বদিউজ্জামান ব্যাপারীপাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী, ২৫ আগস্টছবি: এম রাশেদুল হক
৭ / ১৬
জমি থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। বেজুরা-দীর্ঘভূমি বিল, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ২৪ আগস্টছবি: সোহরাব হোসেন
কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে তিস্তা নদীর পানি বিপৎসীমা বরাবর উঠেছে। এতে তিস্তার অববাহিকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। নদীপারের মানুষেরা বসতঘর নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বড় দরগা, ঘড়িয়ালডাঙ্গা, রাজারহাট, কুড়িগ্রাম, ২৫ আগস্টছবি: প্রথম আলো
১০ / ১৬
বাহাদুর ও লাল বাদশা নামের দুই ঘোড়ার সওয়ারি কিশোর বাদল। বেড়াতে আসা লোকজনকে আকৃষ্ট করতে বাহাদুরের মাথার চুল ও মুখের আশপাশে পরিচর্যা করছে সে। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ২৫ আগস্টছবি: জাহিদুল করিম
১১ / ১৬
অঝোরে নামছে বৃষ্টি। ভিজেই মই নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। জাগুলী গ্রাম, গাবতলী, বগুড়া, ২৫ আগস্টছবি: সোয়েল রানা
১২ / ১৬
জমিতে শীতকালীন সবজি বাঁধাকপির চারা রোপণ করছেন চাষি। নাসিরাবাদ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
১৩ / ১৬
নিজেদের বাসস্থান থেকে দলছুট কালোমুখ হনুমান। খাদ্যসংকটে মানুষের আবাসস্থলের আশপাশে এসে পড়েছে। কেউ বিরক্ত করলে দাঁত বের করে ভয় দেখিয়ে প্রাথমিক আত্মরক্ষা করে প্রাণীটি। গোপালপুর শহীদ রিদ্দিক সড়ক, পাবনা, ২৫ আগস্টছবি: হাসান মাহমুদ
১৪ / ১৬
ভোর থেকেই বৃষ্টি, চাহিদা বেড়েছে ছাতার। তাই ঘরে পড়ে থাকা নষ্ট ছাতা মেরামত করতে কারিগরের কাছে এনেছেন এই ব্যক্তি। গুহলক্ষ্মীপুর এলাকা, ফরিদপুর, ২৫ আগস্টছবি: আলীমুজ্জামান
১৫ / ১৬
আখখেতের পরিচর্যার কাজ করছেন সুরেন্দ্র কুমার চাকমা। কুতুকছড়ি হেডম্যানপাড়া, সদর উপজেলা, রাঙামাটি, ২৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৬
পুকুরে চাষ হচ্ছে মাছের পোনা। প্রতি কেজি বিক্রি হচ্ছে জাতভেদে ১৮০ থেকে ২৫০ টাকা। বিক্রির জন্য পোনা তুলছেন চাষিরা। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম