একঝলক (২ জানুয়ারি ২০২৫)

১ / ১৮
ঘন কুয়াশার চাদর ভেদ করে আলো ছড়াতে পারছে না সূর্য। কুয়াশার কারণে দেশের বেশির ভাগ এলাকায় আজ রোদের দেখা মেলেনি। আড়ংঘাটা, খুলনা, ২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৮
তীব্র শীতের মধ্যে মাছ নিয়ে গ্রামের পথ ধরে বিক্রি করতে যাচ্ছেন মাছ বিক্রেতা। কামদেবপুর, রংপুর, ২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৮
ভোরের প্রচণ্ড ঠান্ডায় আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন কয়েকজন। দৌলতপুর, খুলনা, ২ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১৮
কনকনে শীতে সন্তানকে গরম কাপড়ে জড়িয়ে বাইরে কাজে যাচ্ছেন মা। মায়ের কোলের ওমে ঘুমিয়ে পড়েছে শিশুটি। পানবাজার, রংপুর, ২ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৮
শীতের সকালে প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে ধলেশ্বরী নদীতে মাছ ধরছেন এক জেলে। হেমায়েতপুর, ঢাকা, ২ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ১৮
সব মাঠ, পার্ক ও উদ্যানে স্থাপনা নির্মাণ বন্ধ এবং শহীদ আনোয়ারা উদ্যান-পান্থপুঞ্জ পার্ক–তাজউদ্দীন আহমদ পার্ক ও ওসমানী উদ্যান সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার দাবিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রিন ভয়েসসহ বিভিন্ন সংগঠন ফার্মগেট শহীদ আনোয়ারা উদ্যানে সমাবেশ শেষে মিছিল বের করে। ফার্মগেট, ঢাকা, ২ জানুয়ারি
ছবি: সাজিদ হোসেন
৭ / ১৮
শীতের সকালে গন্তব্যে যাচ্ছেন শ্রমজীবী মানুষ। হেমায়েতপুর, ঢাকা, ২ জানুয়ারি
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৮
কুয়াশায় ঢাকা চারপাশ। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল চলছে হেডলাইট জ্বালিয়ে, মোটরসাইকেল আরোহী গন্তব্যে ছুটছেন গরম কাপড় দিয়ে মাথা, মুখ মুড়িয়ে। কোটবাড়ি মোড়, কুমিল্লা, ২ জানুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ১৮
শীতের সকালে ঘুম যেন ভাঙতেই চায় না। রাম পাহাড়, কাপ্তাই, রাঙামাটি, ২ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৮
যানবাহনের গতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছে দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ধীতপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২ জানুয়ারি
ছবি: আবদুর রহমান
১১ / ১৮
বুনো ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। কাউখালী, রাঙামাটি, ২ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১২ / ১৮
শীত এলে কদর বাড়ে লেপ-তোশকের। লেপ-তোশক বিক্রির জন্য বেরিয়েছেন ভ্রাম্যমাণ বিক্রেতা। শিববাড়ি, সিলেট, ২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৩ / ১৮
বিলের পানিতে মাছ শিকারের অপেক্ষায় একটি কানিবক। মেদি বিল, সিলেট, ২ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৮
কুয়াশায় ঢাকা চারপাশ। এর মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল চলছে হেডলাইট জ্বালিয়ে। বেলাতলী, কুমিল্লা, ২ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৫ / ১৮
হাওরের পানিতে ফুটে আছে লাল শাপলা ফুল। কুয়াশামাখা শীতের সকালে ফুলগুলো হাওরের সৌন্দর্য বাড়িয়েছে। দোবাগীর হাওর, সিলেট, ২ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ১৮
আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা। খেজুরতলা, চুয়াডাঙ্গা, ২ জানুয়ারি
ছবি: প্রথম আলো
১৭ / ১৮
পরিবেশদূষণের বিপর্যয়কর ক্ষতিগুলোর বিষয়ে সচেতন করতে দুই কিশোরের সাইকেলে ‘কান্ট্রি ক্রস যাত্রা’। কেশবপুর, যশোর, ২ জানুয়ারি
ছবি: দিলীপ মোদক
১৮ / ১৮
শীত বাড়ায় ফুটপাতের গরম কাপড়ের দোকানগুলোয় বেড়েছে শীতার্ত মানুষের ভিড়। নোয়াখালী, ২ জানুয়ারি
ছবি: প্রথম আলো