দোহাজারী-কক্সবাজার রেললাইনের কাজ এগিয়ে চলছে। ভোর থেকে কাজ করছেন শ্রমিকেরা। সকাল আটটা, কেঁওচিয়ার আন্ধার মার দরগা এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ১৮ মেছবি: মামুন মুহাম্মদ
২ / ১৭
সকালে বৃষ্টির মধ্যে বাইরে বের হয়েছেন দুই নারী। মুজগুন্নী আবাসিক এলাকা, খুলনা, ১৮ মেছবি: সাদ্দাম হোসেন
৩ / ১৭
সিলেটে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিভেজা সকালে টুকরি ও কোদাল কাঁধে নিয়ে কাজের সন্ধানে বের হয়েছেন দুই দিনমজুর। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ১৮ মেছবি: আনিস মাহমুদ
৪ / ১৭
কিশোরগঞ্জের নিকলী হাওর। কিছুদিন পরে এই হাওর পানিতে ভরে যাবে। তখন পর্যটকেরা আসবেন এখানে। কুর্শা বেড়িবাঁধ এলাকা, নিকলী, কিশোরগঞ্জ, ১৮ মেছবি: তাফসিলুল আজিজ
৫ / ১৭
এক সাইকেলে চার শিশু। একটি শিশু সাইকেল চালাচ্ছে, অন্যরা চড়ছে। লুম্বিনী সাধনাপুর গ্রাম, রাঙামাটি, ১৮ মেছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৭
বাঁশ-বেত দিয়ে ঝুড়ি তৈরি করছেন এক পাহাড়ি কারিগর। আম, লিচু, আনারস, কাঁঠালের মৌসুমে তা বহনের জন্য এই ঝুড়ির চাহিদা বাড়ে। উত্তর কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১৮ মেছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
গত দুই দিনের ঝড়বৃষ্টিতে জমির ধান নষ্ট হয়েছে। এখন পাকা ধান কেটে নিচ্ছেন কৃষকেরা। রাধাকৃষ্ণপুর, পীরগাছা, রংপুর, ১৮ মেছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
গাছের ডালে বসে পাকুড় ফল খাচ্ছে একটি পাখি। কাটাছড়ি গ্রাম, রাঙামাটি, ১৮ মেছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৭
চরে আবাদ করা ভুট্টা ঘোড়ায় টানা গাড়িতে করে নিয়ে যাচ্ছে এক কিশোর। নয়াপাড়া চর, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ মেছবি: সোয়েল রানা
১০ / ১৭
২০ টাকা কেজি দরে কাচা আম কিনছেন ক্রেতারা। সাহেবাজার মণিচত্বর, রাজশাহী, ১৮ মেছবি: শহীদুল ইসলাম
১১ / ১৭
ভোররাতের বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমেছে। জমে থাকা পানিতে ফুটবল নিয়ে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। টিক্কারচর, সদর উপজেলা, কুমিল্লা, ১৮ মেছবি: এম সাদেক
১২ / ১৭
ভাঙাচোরা সড়কে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। কে পি ঘোষ স্ট্রিট, আরমানিটোলা, ঢাকা, ১৮ মেছবি: সাজিদ হোসেন
১৩ / ১৭
গ্লোবাল ডে অব অ্যাকশন উপলক্ষে ‘ডোন্ট গ্যাস এশিয়া ক্যাম্পেইন’–এর আওতায় দেশের জ্বালানি খাতকে গ্যাস ও এলএনজিতে রুপান্তর না করে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের দাবিতে বেলাসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠনের উদ্যোগে মূকাভিনয় করা হয়। শাহবাগ, ঢাকা, ১৮ মেছবি: সাজিদ হোসেন
১৪ / ১৭
কয়েক দিনের টানা বৃষ্টিতে নদ-নদীতে পানি বেড়েছে। এতে মাছের আনাগোনাও বেড়েছে। কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি। গঙ্গাবরদি এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ১৮ মেছবি: আলীমুজ্জামান
১৫ / ১৭
নৌযানে ব্যবহৃত বিভিন্ন আকারের নোঙর তৈরিতে ব্যস্ত এক শ্রমিক। মজুরি হিসেবে দৈনিক ৭০০ থেকে ৭৫০ টাকা পান। আকার অনুযায়ী প্রতিটি নোঙর ২ হাজার থেকে ১২ হাজার টাকায় বিক্রি করেন বিক্রেতা। হাটখোলা, বরিশাল, ১৮ মেছবি: সাইয়ান
১৬ / ১৭
বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকামুখী তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনটার দিকে ডাউন লাইন দিয়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েন তিতাসের যাত্রীরা। আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ১৮ মেছবি: শাহাদৎ হোসেন
১৭ / ১৭
বৃষ্টিতে যমুনা নদীতে নাব্যতা ফিরেছে। এখন মাছও ধরা পড়বে বেশ। তাই ঘাটের পাড়ে পুরোনো নৌকা মেরামত করছেন মিস্ত্রিরা। এ কাজে দৈনিক একজন মিস্ত্রি মজুরি নেন ৭০০ থেকে ৮০০ টাকা। কালিতলা গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ১৮ মেছবি: সোয়েল রানা