একঝলক (১ জুলাই ২০২৪)

১ / ২০
পথের ধারে ফুটেছে অপরাজিতা ফুল। বৃ-কুষ্টিয়া, শাজাহানপুর, বগুড়া, ১ জুলাই
ছবি: সোয়েল রানা
২ / ২০
স্লুইসগেট দিয়ে কুমার নদে পড়ছে নতুন পানি। সেই পানিতে দুরন্তপনায় মেতে উঠেছে শিশু-কিশোরেরা। মদনখালী এলাকা, ডিক্রির চর ইউনিয়ন, ফরিদপুর সদর উপজেলা, ১ জুলাই
ছবি: আলীমুজ্জামান
৩ / ২০
গত কয়েক দিনের বৃষ্টিতে কুমিল্লার বিসিক শিল্পনগরীর বেশির ভাগ সড়ক তলিয়ে গেছে। এতে পথে চলাচলকারী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিসিক অফিসের সামনের সড়ক, কুমিল্লা, ১ জুলাই
ছবি: এম সাদেক
৪ / ২০
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী রেলক্রসিং এলাকায় তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সাতকানিয়া, চট্টগ্রাম, ১ জুলাই
ছবি: মামুন মুহাম্মদ
৫ / ২০
সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ছাতা মাথায় সাইকেলে চড়ে যাচ্ছে এক শিক্ষার্থী। সাতরাস্তা মোড়, খুলনা, ১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড, ১ জুলাই
ছবি: প্রথম আলো
৭ / ২০
লালশাকের খেতে কাজ করছেন কৃষকেরা। চুপিনগর গ্রাম, শাজাহানপুর, বগুড়া, ১ জুলাই
ছবি: সোয়েল রানা
৮ / ২০
কোটাপদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কে অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় যানজটের সৃষ্টি হয়। সাভার, ১ জুলাই
ছবি: প্রথম আলো
৯ / ২০
এক কৃষক ধান চাষের জন্য বীজতলা তৈরি করছেন। অরণ্যপুর এলাকা, কুমিল্লা, ১ জুলাই
ছবি: এম সাদেক
১০ / ২০
আটঘর বাজারে হাটবারে চাঁই বিক্রি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্ষায় খাল–বিলে মাছ ধরার জন্য এসব চাঁই ব্যবহার করা হয়। কই, শিংসহ ছোট জাতের মাছ ধরা পড়ে এই ফাঁদে। আকার অনুযায়ী প্রতি জোড়া চাঁই বিক্রি করা হচ্ছে ২৭৫–৩৫০ টাকায়। আটঘর, নেছারাবাদ ইউনিয়ন, পিরোজপুর, ১ জুলাই
ছবি: সাইয়ান
১১ / ২০
গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় খেত থেকে মরিচ তুলছেন এই ব্যক্তি। কাটাবাড়ি এলাকা, রংপুর, ১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২০
দুই দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়। এতে বেশি ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুলশিক্ষার্থীদের। বেশির ভাগ শিক্ষার্থী ছাতা মাথায় রওনা হলেও রেইনকোট পরেছে কেউ কেউ। জামালখান এলাকা, চট্টগ্রাম, ১ জুলাই
ছবি: সৌরভ দাশ
১৩ / ২০
হিমাগার থেকে আলু বের করে বাছাই করা হচ্ছে। পদাগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২০
একসময় দ্রুততম যানবাহন হিসেবে পাবনায় ঘোড়ার গাড়ি বা টমটম গাড়ির বেশ প্রচলন ছিল। যুগের আধুনিকতায় সেই স্থান দখল করে নিয়েছে যন্ত্রের গাড়ি। তবে গ্রামাঞ্চলে কৃষিকাজের মালামাল পরিবহনে এখনো কিছু ঘোড়ার গাড়ির দেখা মেলে। পাবনা-সুজানগর সড়ক, পাবনা, ১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
কয়েকজন নির্মাণশ্রমিক সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন। নজিরের হাট এলাকা, রংপুর, ১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
আষাঢ় মাসে সারা দেশে বৃষ্টি হলেও পাবনাবাসী বঞ্চিত হচ্ছিল এমন দৃশ্য থেকে। অবশেষে একপশলা ঝুম বৃষ্টির দেখা মিলল জেলায়। টেবুনিয়া, পাবনা-রাজশাহী মহাসড়ক, পাবনা, ১ জুলাই
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
বৃষ্টিস্নাত রাধাচূড়া ফুল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১ জুলাই
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ২০
হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলা ও নৃশংস হত্যাযজ্ঞে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন দেশের কূটনীতিকেরা। হোলি আর্টিজান বেকারি, গুলশান, ঢাকা, ১ জুলাই
ছবি: সাজিদ হোসেন
১৯ / ২০
সর্বজনীন পেনশনের আওতাধীন কর্মসূচি ‘প্রত্যয়’ প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি। কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ১ জুলাই
ছবি: দীপু মালাকার
২০ / ২০
রাজধানীতে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি পড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা। বিজয় সরণি এলাকা, ঢাকা, ১ জুলাই
ছবি: আশরাফুল আলম