গতকাল বুধবার ভোরে বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগে কেব্ল নেটওয়ার্ক ও ইন্টারনেট সরবরাহের তার পুড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তা মেরামতে দুই দিন টানা কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা। রাস্তায় পড়ে থাকা তারে চলাচলে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ট্রাফিক মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ২১ মার্চছবি: হাসান মাহমুদ
৩ / ১৭
রাঙামাটি ওমেন্স চেম্বার অব কমার্সের আয়োজনে আট দিনব্যাপী বিজু, বিষু, সাংগ্রাই, বিহু ও বৈসুক মেলা শুরু হয়েছে বিসিক কার্যালয় প্রাঙ্গণে। উদ্বোধনী দিনে মেলার স্টলে দর্শনার্থী-ক্রেতারা ভিড় করেছেন। রাঙামাটি, ২১ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
রংপুর থেকে আলু যাচ্ছে মালয়েশিয়ায়। বাছাই করা আলু প্যাকেট করা হয়েছে মালয়েশিয়া পাঠানোর জন্য। রংপুর থেকে ট্রাকে যাবে চট্টগ্রামে। সেখান থেকে নৌপথে মালয়েশিয়া। হলদিবাড়ি, কাউনিয়া, রংপুর, ২১ মার্চছবি: মঈনুল ইসলাম
৫ / ১৭
কৃষকের ঘরে উঠতে শুরু হয়েছে চৈতালি ফসল গম। খেতের গম পেকে যাওয়ায় তা কেটে নিচ্ছেন এক কৃষক। রনকাইল, কানাইপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২১ মার্চছবি: আলীমুজ্জামান
৬ / ১৭
গতকাল দিনভর বৃষ্টি হয়েছে। তাতে তিস্তা নদীতে সামান্য পানি বেড়েছে। তাই মাছ ধরতে নদীতে নেমেছেন জেলেরা। গদাই এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ মার্চছবি: মঈনুল ইসলাম
৭ / ১৭
বিশ্ব পানি দিবস উপলক্ষে ‘পানিবন্ধন’ করে বরেন্দ্র ইউথ ফোরাম। সাহেব বাজার জিরো পয়েন্ট, রাজশাহী, ২১ মার্চছবি: প্রথম আলো
৮ / ১৭
আলু কুড়ানো শেষে সেই আলু রোদে শুকাচ্ছে তিন কিশোর। মাছহারি এলাকা, কাউনিয়া, রংপুর, ২১ মার্চছবি: মঈনুল ইসলাম
৯ / ১৭
সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের। নন্দনকানন এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চছবি: সৌরভ দাশ
১০ / ১৭
লালশাকের খেত নষ্ট হয়েছে, জন্ম নিয়েছে আগাছা। সে আগাছার মধ্য থেকে খাতা শাক (স্থানীয় ভাষায়) তুলছেন গৃহবধূ। তিলক, রূপসা উপজেলা, খুলনা, ২১ মার্চছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৭
বিদ্যালয়ে গিয়ে খেলায় মেতেছে শিক্ষার্থীরা। অনন্তবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ২১ মার্চছবি: সোয়েল রানা
১২ / ১৭
উত্তরাঞ্চলের অন্যতম সবজির মোকাম মহাস্থানে বেশ কয়েকটি সবজির দাম কমেছে। বেশি কমেছে মুলার দাম। পাইকারিতে মানভেদে প্রতি মণ মুলা ১৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। মহাস্থান মোকাম, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ২১ মার্চছবি: সোয়েল রানা
১৩ / ১৭
রোজা রেখেছেন, এর ওপর সকাল ৯টা থেকে টিসিবির পণ্য কিনতে লাইনে দাঁড়িয়ে আছেন তাঁরা। দীর্ঘক্ষণ এভাবে দাঁড়ানোর পর আর না পেরে বসে পড়েন অনেকে। দুপুর ১২টা, হালিশহর রামপুর পানির কল এলাকা, চট্টগ্রাম, ২১ মার্চছবি: সৌরভ দাশ
১৪ / ১৭
ঢাকা মহানগরের প্রথম স্কুল ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের শতবর্ষী ভবন ভাঙার প্রতিবাদে মানববন্ধন করে আরবান স্টাডি গ্রুপ। সদরঘাট, ২১ মার্চছবি: দীপু মালাকার
১৫ / ১৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে গ্রাফিতি এঁকেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিবিএ ভবনের নিচতলায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ২১ মার্চছবি: দীপু মালাকার
১৬ / ১৭
ধানমন্ডির মাইডাস সেন্টারে মাইডাস এসএমই মেলা ২০২৪ উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। ধানমন্ডি, ঢাকা, ২১ মার্চছবি: সাজিদ হোসেন