একঝলক (১০ ডিসেম্বর ২০২৪)

১ / ২৫
পুরোনো পত্রিকা বাছাই করে সাজিয়ে রাখছেন দুই ব্যক্তি। এসব পত্রিকা ৩৫ টাকা কেজি দরে কিনে নেন ব্যবসায়ীরা। পরে মিলে পাঠানো হয়। সেখানে এই কাগজ গলিয়ে আবার নতুন কাগজ তৈরি করা হয়। নতুন লঞ্চঘাট এলাকা, বরিশাল, ১০ ডিসেম্বর
ছবি:  সাইয়ান
২ / ২৫
ডালে ডালে ঘুরে খাবার খুঁজছে ফটিকজল পাখি। কাজলা, রূপসা, খুলনা, ১০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২৫
পোড়ানোর জন্য ভাটায় কাঁচা ইট সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। ধুমচর, বাবুগঞ্জ, বরিশাল, ১০ ডিসেম্বর
ছবি:  সাইয়ান
৪ / ২৫
চিংড়ির খোসা রোদে শুকানো হচ্ছে। জাবুসা, রূপসা, খুলনা, ১০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২৫
নগরের প্রায় নালাগুলো দীর্ঘদিন পরিষ্কার না করায় আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। এতে জন্মাচ্ছে মশা। আশপাশে ছড়াচ্ছে দুর্গন্ধ। সালাউদ্দিন মোড়, কুমিল্লা, ১০ ডিসেম্বর
ছবি:  এম সাদেক
৬ / ২৫
বিলের পানিতে উড়ে এসে মাছ শিকারে ব্যস্ত চিল। জলকরকান্দি, সিলেট, ১০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২৫
শীতের সকালে দুরন্তপনায় মেতেছে দুই শিশু। গড়াই নদে হরিপুর সেতু, কুষ্টিয়া, ১০ ডিসেম্বর
ছবি:  তৌহিদী হাসান
৮ / ২৫
ফুলের ওপর ডানা মেলে বসেছে প্রজাপতি। শিববাড়ি, সিলেট, ১০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২৫
কুয়াশাচ্ছন্ন সকালে সুরমা নদীতে নৌকায় গন্তব্যে যাচ্ছেন লোকজন। তোপখানা, সিলেট, ১০ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ২৫
সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন এক ব্যক্তি। হারাটি এলাকা, রংপুর, ১০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২৫
প্রতিবেশীর বাড়ি থেকে পাটকাঠিতে আগুন ধরিয়ে নিয়ে আসছেন এক নারী। শুকানচকি, রংপুর, ১০ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৫
বিদ্যালয়ের সামনে মাটিতে পড়ে থাকা গাছের ওপর দাঁড়িয়ে দুষ্টুমিতে মেতেছে শিশুশিক্ষার্থীরা। অভিরাম, রংপুর, ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৩ / ২৫
কুয়াশায় ঢাকা সকালে ঘর থেকে বের হয়ে দুরন্তপনায় মেতেছে দুই পাহাড়ি শিশু। সাপছড়ি, রাঙামাটি, ১০ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২৫
বর্ষাকালে গবাদিপশুর খাবারের জন্য ধানের খড় পালা দিয়ে সংরক্ষণ করে রাখছেন এক কৃষক। বর্ষাকালে মাঠ-ঘাটে পানি থাকায় গবাদিপশুর খাবারের সংকট তৈরি হয়। শোভারামপুর, ফরিদপুর, ১০ ডিসেম্বর
ছবি : আলীমুজ্জামান
১৫ / ২৫
প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া, ঠান্ডাও একটু বেড়েছে। ঘরে থাকা পুরোনো কাপড় দিয়ে শীত নিবারণের জন্য কাঁথা তৈরি করছেন গৃহবধূ নাসিমা বেগম। রঘুনন্দনপুর, ফরিদপুর, ১০ ডিসেম্বর
ছবি : আলীমুজ্জামান
১৬ / ২৫
কুয়াশায় মোড়ানো সকালে গাছের পাতার ফাঁকা দিয়ে আলো এসে পড়েছে সড়কে। মাধপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ১০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৫
প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা। চারুকারু পরীক্ষার দিনে শিক্ষার্থীরা নিজের তৈরি হাতের কারুকাজ নিয়ে এসেছে বিদ্যালয়ে। পশ্চিম খাবাসপুর রিয়াজউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদপুর, ১০ ডিসেম্বর
ছবি : আলীমুজ্জামান
১৮ / ২৫
ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে ট্রেন চলাচল করছে। আক্কেলপুর আমুট্ট রেলক্রসিং, জয়পুরহাট, ১০ ডিসেম্বর
ছবি : রবিউল ইসলাম
১৯ / ২৫
‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ ব্যানারে মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে ভারতীয় জয়পুরি বিছানার চাদর পোড়ানো হয়। ভুবন মোহন পার্ক, রাজশাহী, ১০ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
২০ / ২৫
মহাসড়কে চলছে খড় বহনকারী মহিষের গাড়ি। গঙ্গারামপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ১০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৫
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ‘মায়ের ডাক’-এর আয়োজনে প্রতিবাদ মিছিলে অংশ নেন জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরা। শাহবাগ, ঢাকা, ১০ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাস
২২ / ২৫
গুলিস্তান সড়কে পুলিশের উচ্ছেদ অভিযানের পর ভ্রাম্যমাণ দোকানের মালিকেরা মূল সড়কে এসে অপেক্ষা করছেন। গুলিস্তান, ঢাকা, ১০ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২৩ / ২৫
অগ্রহায়ণে পাকা ধান কাটার মৌসুম। পটুয়াখালীর বিভিন্ন চরাঞ্চলে কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন। কলাপাড়া, পটুয়াখালী, ১০ ডিসেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২৪ / ২৫
স্থানীয় প্রভাবশালীরা শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্রের সাহায্যে ফসলি জমির মাটি কেটে পাইপের সাহায্যে তিন থেকে চার কিলোমিটার দূরে ফেলা হচ্ছে। রাজবাড়ীর বাহির চর দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া, ১০ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
২৫ / ২৫
খুলনার বাস্তুহারা মুক্তিযোদ্ধা কলোনি উচ্ছেদের প্রতিবাদে সেখানকার বাসিন্দারা মানববন্ধন করেন। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১০ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন