বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু টুর্নামেন্টের চতুর্থ কোয়ার্টার ফাইনালে বিটেশ্বর ইউনিয়ন বনাম মনগৈর প্রবাসী কল্যাণ সংগঠনের খেলা চলছে। খুলনা ও ঢাকা থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে ছুটে এসেছেন হাজারো মানুষ। চক্রতলা বাজার মাঠ, দাউদকান্দি, কুমিল্লা, ২ সেপ্টেম্বরছবি: আবদুর রহমান ঢালী