বর্ষাকালে পাবনার নদী ও বিলগুলোতে পানি বেড়ে যায়। এ সময় নৌকায় খড় পরিবহনের এমন দৃশ্য দেখা যায়। দূরদূরান্ত থেকে নৌকায় খড়বোঝাই করে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। গুমানী নদী, ভাঙ্গুড়া, পাবনা, ৩ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
২ / ১৫
ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালনা করছে পাবনা জেলা পরিষদ। পাবনা শহরের বিভিন্ন অংশ এই কার্যক্রম চলছে। শহীদ রিদ্দিক সড়ক, গোপালপুর, পাবনা, ৩ সেপ্টেম্বরছবি: হাসান মাহমুদ
৩ / ১৫
জাতীয় আদিবাসী পরিষদের তিন দশক পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়। সাহেববাজার, রাজশাহী, ৩ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
৪ / ১৫
আখ তোলার মৌসুম চলছে। পাইকারি বিক্রেতারা খেত থেকে আখ কিনে নিয়ে যান। পরে দেশের বিভিন্ন জেলায় সেগুলো বিক্রি করেন। আকারভেদে প্রতি আঁটি আখ ৪০-৫০ টাকার বিক্রি করেন কৃষকেরা। বাতাইছড়ি, বরুড়া, কুমিল্লা, ৩ সেপ্টেম্বরছবি: এম সাদেক
৫ / ১৫
রোদের তাপ থেকে বাঁচতে গামছা দিয়ে বিশেষ পদ্ধতিতে মাথাল তৈরি করে জমিতে কাজ করছেন এক কৃষক। পালিচড়া, রংপুর, ৩ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ১৫
কাশফুল মানেই শরৎকাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের টিলায় ফোটা কাশফুল নিতে এসেছে দুই শিশু। কুমিল্লা, ৩ সেপ্টেম্বরছবি: এম সাদেক
খোশগল্প করতে করতে সকালবেলা চা-বাগানে পাতা তুলতে যাচ্ছেন নারী শ্রমিকেরা। মালনীছড়া চা-বাগান, সিলেট, ৩ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
৯ / ১৫
গাছের ডালে খাবারের খোঁজে তিন পিঁপড়া। গাবতলা, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১০ / ১৫
ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল থেকে বন্যার পানি কমলেও জেলায় প্রায় ১০ হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে। সুখের চর, রৌমারী, কুড়িগ্রাম, ৩ সেপ্টেম্বরছবি: প্রথম আলো
১১ / ১৫
কমিশন বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট করছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা। এতে পরিবহনের ট্যাংকলরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যমুনা টার্মিনাল, কাশিপুর, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৫
মাঠের পাশের সড়কে আউশ ধান মাড়াই করছেন এক কৃষক। এই কাজে তাকে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বরছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৫
তীব্র রোদের মধ্যে ছাতা মাথায় খেত থেকে কচু তুলছেন কৃষকেরা। জমিদারপাড়া, রংপুর, ৩ সেপ্টেম্বরছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৫
ইলিশের দাম বেড়েছে। তাই ইলিশ ধরার হিড়িক পড়েছে ভৈরব নদে। রকেট ঘাট, খুলনা, ৩ সেপ্টেম্বরছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৫
ডেঙ্গু আক্রান্ত গুলনাহার মীমকে (১০) দুই দিন আগে হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থ মেয়েকে ডাবের পানি খাওয়াচ্ছে মা মমতাজ বেগম। শিশু স্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ৩ সেপ্টেম্বরছবি: জুয়েল শীল