গরুভর্তি শত শত নৌকা ভিড়েছে শহরের ট্রাক টার্মিনাল ঘাটে। পাহাড়ের দুর্গম এলাকা থেকে নদীপথে বিক্রেতারা গরু নিয়ে এসেছেন। হাটে জায়গা না থাকায় ভাসমান হাট বসিয়েছেন বিক্রেতারা। তবে দাম বেশি হওয়ায় ক্রেতা খুব কম। ট্রাক টার্মিনাল ঘাট, রাঙামাটি, ১৫ জুনছবি: সুপ্রিয় চাকমা