একঝলক (৮ ফেব্রুয়ারি, ২০২৪)

১ / ২১
সুইচর পাখির ছানা আহত অবস্থায় মাটিতে বসে কিচিরমিচির করছে। শুকর ছড়ি মোনতলা আদাম এলাকা, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ২১
সন্ধ্যা নদীর তীরে থাকা ইটের ভাটায় কাঠ চিরানো মেশিন বসিয়ে গাছের গুঁড়ি কাটা হচ্ছে। এসব কাঠ ভাটায় পোড়ানো হয়। দোয়ারিকা, বাবুগঞ্জ, বরিশাল, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাইয়ান
৩ / ২১
শীত মৌসুমেও তরমুজের ফলন বেশ। নদীপথে বিক্রি করতে এসেছেন চাষি। শহরের রিজার্ভ বাজার এলাকা, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৮ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
মহল্লায়-বাজারে ঘুরে ঘুরে গামছা বিক্রি করেন এই বিক্রেতা। প্রতিটি গামছা আকার অনুযায়ী ৩৫ টাকা থেকে ২৪০ টাকায় বিক্রি করেন। দৌলতপুর, খুলনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ২১
শীত কমে দিনের বেলায় তাপমাত্রা বেড়েছে। তাই আখের রস বিক্রেতা নেমেছেন তাঁর রস তৈরির যন্ত্র নিয়ে। দৌলতপুর, খুলনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ২১
ঘোড়া দিয়ে খেতে হাল চাষ ও মই দিয়ে প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা আয় করেন ৭০ বছর বয়সী আবদুর রহিম। পিরিজপুর এলাকা, বাজিতপুর, কিশোরগঞ্জ, ৮ ফেব্রুয়ারি
ছবি: তাফসিলুল আজিজ
৭ / ২১
দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা প্রতিদিন আসছেন সূর্যমুখী খেতে দাঁড়িয়ে ছবি তুলে স্মৃতি ধরে রাখতে। বিএডিসি খামার, টেবুনিয়া, পাবনা, ৮ ফেব্রুয়ারি
ছবি: হাসান মাহমুদ
৮ / ২১
বেকারিতে পাউরুটি তৈরির খাঁচ তৈরি করছেন কারিগর মিলন মিয়া। প্রতিটি খাঁচ ১১০ টাকায় বিক্রি করেন। আলেখারচর এলাকা, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৯ / ২১
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে দ্রুতগতির যানবাহনের সঙ্গে প্রতিযোগিতা করে চলছে এই নিষিদ্ধ যান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
১০ / ২১
কৃষকের কাছে থেকে মুলা কিনে তা ঢাকায় পাঠাবেন পাইকার। পুকুরে ধুয়ে–মুছে নিচ্ছেন এসব মুলা। প্রতি কেজি মুলা পাইকার কিনেছেন ১০ টাকায়। বাড়ৈপাড়া এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২১
ঘাঘট নদে পানি কমেছে। সেই পানিতে হেঁটে হেঁটে খাবার শিকার করছে শামুকখোল পাখি। ছবিটি রংপুর শহরতলির আরাজি ধর্মদাস এলাকা থেকে তোলা। ৮ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
গবাদিপশুকে খাওয়ানোর জন্য গাজরগাছ নিয়ে যাচ্ছেন ভ্যানে করে। মন্ডল ধরণ গ্রাম, গাবতলি, বগুড়া, ০৮ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ২১
বোরো ধান আবাদ করার জন্য আগাছা তুলে জমি তৈরি করে নিচ্ছেন কৃষক মোবারক ফকির। পূর্বপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৮ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
১৪ / ২১
কাটা মেহেদি ফুলের রসে প্রজাপতি। স্বর্গপুর বন ভাবনা কেন্দ্র, রাঙামাটি, ৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৫ / ২১
কাপ্তাই হ্রদ থেকে ধরা হরেক রকম মাছ রোদে শুকিয়ে শুঁটকি তৈরি হচ্ছে। সারা দেশে এ শুঁটকির বেশ চাহিদা রয়েছে। কাট্টলি বাজার, লংগদু, রাঙামাটি, ৭ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
১৬ / ২১
মাঠ থেকে শর্ষে তুলে বাড়িতে আনার পর তা পরিষ্কার করছেন দুই কৃষাণী। দুর্গম মহিদাপুর চর, গোয়ালন্দ, রাজবাড়ী, ৭ ফেব্রুয়ারি
ছবি: এম রাশেদুল হক
১৭ / ২১
খাওয়ানোর জন্য হাওরে গরুর পাল নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বুড়দেও গ্রাম, কোম্পানীগঞ্জ, সিলেট, ৭ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
রান্নার জন্য পদ্মা নদী থেকে পানি সংগ্রহ করে বাড়িতে ফিরছেন দুই গৃহবধূ। ভাজনডাঙ্গা এলাকা, আলিয়াবাদ, ফরিদপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
১৯ / ২১
গ্রাম অঞ্চল থেকে পাটকাঠি সংগ্রহ করে নদীপথে কারখানায় নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। চর হাজিগঞ্জ এলাকা, গাজিরটেক, চরভদ্রাসন, ফরিদপুর, ৭ ফেব্রুয়ারি
ছবি: আলীমুজ্জামান
২০ / ২১
চরাঞ্চলের পণ্য পরিবহনের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। দুর্গম পথ পাড়ি দিয়ে ঘোড়ার গাড়িতে মালামাল যাচ্ছে চরাঞ্চলে। হাট শেরপুর এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা
২১ / ২১
সান্তাহার-লালমনিরহাট রেলপথে বগুড়া থেকে সোনাতলার রেলপথের কাজ দেখা হচ্ছে। রেলপথে প্রথা মেনে কর্মকর্তাকে নিয়ে ঠেলেই যাচ্ছেন ট্রলিম্যানরা। সুখানপুকুর রেলওয়ে স্টেশন এলাকা, বগুড়া, ৭ ফেব্রুয়ারি
ছবি: সোয়েল রানা