একঝলক (৫ অক্টোবর ২০২৩)

১ / ২১
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশের কিছু অংশ ভরে গেছে কাশফুলে। আশপাশের এলাকা থেকে অনেকেই এখানে ঘুরতে আসেন। খয়রাবাদ এলাকা, ঝালকাঠি, ৫ অক্টোবর
ছবি: সাইয়ান
২ / ২১
সিলেটের বিভিন্ন এলাকায় চাষ হয় বড় আকৃতির ‘জারা লেবু’। সুঘ্রাণের জন্য এর খ্যাতি রয়েছে। এর আচারও তৈরি করেন অনেকে। দোকানে জারা লেবু সাজিয়ে রাখছেন বিক্রেতা। লালবাজার, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৩ / ২১
মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক সড়কের পাশে দুই নারী ইট ভাঙছেন। দুর্লভপুর, মৌলভীবাজার, ৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
৪ / ২১
পুরোনো জাহাজ থেকে সংগ্রহ করা সিঁড়িগুলো বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে। মাদামবিবিরহাট, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ৫ অক্টোবর
ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
৫ / ২১
বটফল খেতে ডালে ডালে ঘুরছে বসন্তবাউরি পাখি। কাঠের পুল এলাকা, সিরাজগঞ্জ, ৫ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৬ / ২১
ট্রাকে করে পাইকারি বাজারে আনার পর নামানো হচ্ছে কাঁচা পেঁপের বস্তা। সোবহানীঘাট, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৭ / ২১
কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে শুরু হওয়া রোডমার্চের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৫ অক্টোবর
ছবি: আবদুর রহমান ঢালী
৮ / ২১
নীল পাহাড়ের কোলে পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। পাহাড় আর নদীর স্বচ্ছ নীল জল বিমোহিত করে যে-কাউকে। ভোলাগঞ্জ, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২১
খাবারের সন্ধানে উড়ে যাচ্ছে একটি ফড়িং। নিরালা, খুলনা, ৫ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
১০ / ২১
যোগাযোগ সুবিধার জন্য হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বিয়ের আয়োজন বেশি হয়। দুটি নৌকায় বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন বরযাত্রীরা। কাটাখাল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২১
তিস্তা নদী থেকে ৫০ কেজি ওজনের বাগাড় মাছটি ধরেছেন দুই ব্যক্তি। সেটিকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পূর্ব ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২১
ভারত থেকে আমদানি করা পাথরভাঙার কাজে ব্যস্ত শ্রমিকেরা। ধোপাগুল, সিলেট, ৫ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ
১৩ / ২১
তিস্তা নদীতে মাছ ধরছে নদীর তীরের মানুষেরা। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
উজান থেকে আসা ঢলে বেড়েছে তিস্তার পানি। শেখ হাসিনা তিস্তা সড়ক সেতু, গঙ্গাচড়া, রংপুর, ৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৫ / ২১
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড় এলাকায় বন্য হাতির মরদেহ। ছোট গজনী গ্রাম, কাংশা ইউনিয়ন, শেরপুর, ৫ অক্টোবর
ছবি: দেবাশীষ সাহা রায়
১৬ / ২১
মাছ ধরতে কাপ্তাই হ্রদে জাল ফেলছেন জেলেরা। পুরোনো জেলে পাড়া, রাঙামাটি, ৫ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১৭ / ২১
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ক্রেস্ট হাতে শিক্ষার্থীরা। রাজবাড়ী উপজেলা পরিষদ হলরুম, রাজবাড়ী, ৫ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২১
টানা বৃষ্টিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। ধানগড়া নতুন চৌরাস্তা এলাকা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৫ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১৯ / ২১
রাতভর বৃষ্টিতে রাজশাহী নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। সড়কের পানিতে কাগজের নৌকা ভাসিয়ে খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। সপুরা এলাকা, রাজশাহী, ৫ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
২০ / ২১
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর তীরবর্তী এলাকার বাঁধ ভেঙে গেছে। সহায়–সম্বল নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী লোকজন। পূর্ব ইচলি এলাকা, লক্ষ্মীটারি ইউনিয়ন, গঙ্গাচড়া, রংপুর, ৫ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
২১ / ২১
শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে ফটোবুথে ছবি তুলছে শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ, পিরোজপুর, ৫ অক্টোবর
ছবি: এ কে এম ফয়সাল