পৌরসভার সব বর্জ্য-আবর্জনা ট্রাকে করে এনে ফেলা হচ্ছে নদীর পাড়ে। এতে ব্যাপকভাবে দূষিত হচ্ছে নদীর পরিবেশ। চর বিশ্বনাথপুর, সুজানগর, পাবনা, ২৮ নভেম্বরছবি: হাসান মাহমুদ
খেতের পাশে বসে পেঁয়াজের কলি বা ফুলকির ওজন মাপছেন এক ব্যক্তি। শীতের সবজি হিসেবে এর বেশ চাহিদা রয়েছে। মানিকদিয়ার, সুজানগর, পাবনা, ২৮ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৪ / ১৮
সড়কের কাজের জন্য পিচ গলাচ্ছেন শ্রমিক। এ কাজে দৈনিক ৭০০ টাকা মজুরি পান তিনি। শিববাড়ি মোড়, খুলনা, ২৮ নভেম্বরছবি: সাদ্দাম হোসেন