একঝলক (২৬ জুন ২০২৪)

১ / ১৮
দুর্গম পাহাড়ি এলাকা থেকে নৌপথে রাঙামাটি শহরে কলা, কাঁঠাল বিক্রি করতে এসেছেন বাগানিরা। বনরূপা সমতাঘাট, কাপ্তাই হ্রদে ভাসমান হাট, রাঙামাটি, ২৬ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
বাজারে আসতে শুরু করেছে বর্ষার ফল লটকন। টক-মিষ্টি এবং রসালো ফলটি যেমন মুখরোচক, তেমনি এর উপকারিতা অনেক। প্রতি কেজি ১৪০-১৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কান্দিরপাড় এলাকা, কুমিল্লা, ২৬ জুন
ছবি: এম সাদেক
৩ / ১৮
মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন। বদরপুর এলাকা, ফরিদপুর, ২৬ জুন
ছবি: আলীমুজ্জামান
৪ / ১৮
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যে ক্রেতা না থাকায় ছাতা মাথায় দিয়ে বসে আছে দুধ বিক্রেতারা। প্রতিদিন সকাল ১০টার মধ্যে বিক্রি শেষ হয়ে গেলেও আজ দুপুর ১২টায়ও দুধ বিক্রি হয়নি। প্রতি লিটার দুধ ৯০ টাকা দরে বিক্রি করবেন বলে বিক্রেতারা জানান। রাজগঞ্জ দুধবাজার, কুমিল্লা, ২৬ জুন
ছবি: এম সাদেক
৫ / ১৮
সিলেটের মানাউড়ার বন্যার্ত একটি পরিবার ত্রাণ নিয়ে বাড়ি ফিরছেন। নন্দীরগাঁও, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৮
বর্ষা এলে খাল বিলে পানি বৃদ্ধি পায়। ওই সময় খালে নানা জাতের মাছও পাওয়া যায়। এক কিশোর খালে ভেসাল জাল দিয়ে মাছ ধরছেন। ভাঙ্গারপুল, রায়পাশা, বরিশাল, ২৬ জুন
ছবি: সাইয়ান
৭ / ১৮
বৃষ্টিতে ভিজে নদীতে মাছ ধরছেন শৌখিন মাছশিকারি। করতোয়া সড়ক সেতু এলাকা, পঞ্চগড়, ২৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
বন্ধ দোকানের সামনে বসে কাজের জন্য অপেক্ষায় দিনমজুরেরা। কাজ পেলেই ছুটে যাবেন কাজের উদ্দেশ্যে। বন্দরবাজার, সিলেট, ২৬ জুন
ছবি: আনিস মাহমুদ
৯ / ১৮
দুর্ঘটনার আশঙ্কা জেনেও মহাসড়কে এক মোটরসাইকেল আরোহী স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। এতে যেকোনো সময় ঘটতে পারে প্রাণহানির ঘটনা। বদরপুর এলাকা, ফরিদপুর, ২৬ জুন
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৮
মাঠ ও ফসলের খেত থেকে কাটা ঘাস ভ্যানে তুলছেন কৃষক। রাজাপুর, ঢাকা-পাবনা মহাসড়ক, পাবনা, ২৬ জুন ছবি: হাসান মাহমুদ
১১ / ১৮
বাড়ির পাশে জমে থাকা নিচু জমির পানিতে শিশুরা জাল টেনে মাছ ধরছে। ধর্মাদি গ্রাম, বরিশাল, ২৬ জুন
ছবি: সাইয়ান
১২ / ১৮
ভ্যানে করে লটকন ফল বিক্রি করছেন এক খুচরা বিক্রেতা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২৫ জুন
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৮
পদ্মা নদীর পাড়ে তিল শুকাতে দিচ্ছেন এক গৃহবধূ। গোলডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৫ জুন
ছবি: আলীমুজ্জামান
১৪ / ১৮
পদ্মা নদীতে মাছ ধরতে যাওয়ার আগে নৌকায় বসে সুতার সঙ্গে সঙ্গে বড়শি গুটিয়ে নিচ্ছেন দুই মৎস্যশিকারি। গোলডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৫ জুন
ছবি: আলীমুজ্জামান
১৫ / ১৮
বর্ষা সামনে রেখে নদী ও বিল এলাকায় নৌকা তৈরির ধুম পড়েছে। সাগরকান্দি, সুজানগর, পাবনা, ২৫ জুন
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৮
বাড়ির উঠানে কুলা দিয়ে তিল ঝাড়াই করছেন এক গৃহবধূ। ওসমান মাতুব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ২৫ জুন
ছবি: আলীমুজ্জামান
১৭ / ১৮
জলাবদ্ধতার কারণে হাসপাতালের সামনে বাঁশের তৈরি অস্থায়ী সেতু দিয়ে চলাচল করছেন লোকজন। কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স, মৌলভীবাজার, ২৬ জুন
ছবি: কল্যাণ প্রসূন
১৮ / ১৮
বিদেশ থেকে আগত যাত্রীদের বিমানবন্দর থেকে মূল সড়কে যাওয়ার জন্য বিমানবন্দর শাটল বাস সার্ভিস চালু করেছে বিআরটিসি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২৬ জুন
ছবি: তানভীর আহাম্মেদ