একঝলক (৪ ফেব্রুয়ারি ২০২৪)

১ / ১২
কালো মরিচের চারা বিক্রির জন্য প্রস্তুত করছেন মো. শাজাহান। প্রতিটি চারা ৩০ টাকা দরে বিক্রি করবে তিনি। জগ্ননাথপুর, কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
২ / ১২
কুমিল্লা নগরে মশার উপদ্রব বেড়েছে। ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছিটাচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের এক কর্মী। মনোহরপুর, কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি
ছবি: এম সাদেক
৩ / ১২
সাপ্তাহিক হাটে বিক্রির জন্য আনা হয়েছে ফুলঝাড়ু। শহর থেকে আসা পাইকাররা এই ঝাড়ু কিনে নিয়ে যান। কুতুক ছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
উড়ে এসে বিদ্যুতের তারে বসার চেষ্টা করছে এক মৌটুসি পাখি। বয়রা, খুলনা, ৪ ফেব্রুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১২
সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে নৌকায় করে নিয়ে যাচ্ছেন তিন ব্যক্তি। ছাচানাংলা খাল, সুন্দরবন, ৪ ফেব্রুয়ারি
ছবি: ইমতিয়াজ উদ্দিন
৬ / ১২
গাঁদা ফুলের খেতে আগাছা পরিষ্কার করছেন চাষি। উত্তর মোহাম্মদপুর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ ফেব্রুয়ারি
ছবি: আবদুর রহমান
৭ / ১২
পাতাঝরা নিমগাছের ডালে বসে আছে ফিঙে পাখি। চৌকিদেখি, সিলেট, ৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১২
পাইকারি বাজার থেকে পেঁয়াজ কিনে তা বাছাই করছেন খুচরা বিক্রেতা। সিলেটের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকা করে। কিনব্রিজ, সিলেট, ৪ ফেব্রুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৯ / ১২
জমি থেকে আলু কিনে পাইকারেরা বাজারে নিয়ে যাচ্ছেন রিকশাভ্যানে। সেখান থেকে ট্রাকে দেশের বিভিন্ন স্থানে এই আলু পাঠাবেন তাঁরা। ভক্তিপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
শর্ষে কেটে বাড়ি ফিরছেন এক চাষি। ভিকনপুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১২
বোরো ধান রোপণের মাত্র কয়েক দিনের মধ্যে আগাছা জন্মেছে জমিতে, তাই নিড়ানি দিতে নেমেছেন কৃষক। ছড়ান এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৪ ফেব্রুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১২
চাষিরা নিজের খেত থেকে আদা তুলে বিক্রি করতে এসেছেন রাঙামাটি সদরের কুতুকছড়ি সাপ্তাহিক গ্রামীণ হাটে। শহর থেকে আসা পাইকারেরা কিনে নিয়ে যাচ্ছেন পাহাড়ে চাষ করা আদা। কুতুকছড়ি, রাঙামাটি, ৪ ফেব্রুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা