একঝলক (৩১ আগস্ট, ২০২৪)

১ / ১৯
ট্রলারে করে গাছ ও শাকসবজির চারা নিয়ে হাটে যাচ্ছেন এক ব্যক্তি। মমিনপুর, দিঘলিয়া, খুলনা, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে শুরু হয়েছে ১৫ দিনের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে বন বিভাগের আয়োজনে শোভাযাত্রা। সিলেট, ৩১ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৯
খাল-বিল থেকে তোলা শাপলা নিয়ে হাটে এসেছেন মো. শাহ আলম। প্রতি আঁটি শাপলা ২০ টাকা দরে বিক্রি করেন তিনি। শাপলার ডাঁটা সবজি হিসেবে খান অনেকে। দৌলতগঞ্জ বাজার, লাকসাম, কুমিল্লা, ৩১ আগস্ট
ছবি: এম সাদেক
৪ / ১৯
‘ছোট ফেনী’ নদীর দুপাশে নতুন করে ভাঙন শুরু হয়েছে। সোনাগাজী, ফেনী, ৩১ আগস্ট
ছবি: আমজাদ হোসাইন
৫ / ১৯
পোকা দমনে ফসলের খেতে পুঁতে রাখা হয়েছে বাঁশের কঞ্চি। সেই কঞ্চিতে এসে বসেছে একঝাঁক পাখি। নিশিন্দারা, গাবতলী, বগুড়া, ৩১ আগস্ট
ছবি: সোয়েল রানা
৬ / ১৯
বন্যার পানিতে ভিজে যাওয়া কাঁথা ও তোশক রোদে শুকাতে দিচ্ছেন এক ব্যক্তি। জাহাপুর, মুরাদনগর, কুমিল্লা, ৩১ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১৯
গ্রামের পাকা সড়কে গাছের ছায়ায় বসে পাট থেকে আঁশ ছড়ানোর কাজ করছেন কয়েকজন নারী। হলুদবাড়িয়া, কানাইপুর, ফরিদপুর ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
৮ / ১৯
নার্সারি থেকে চারা তুলছেন কয়েকজন নারী। বিক্রি করা হবে এই চারাগুলো। মিঠাপুকুর, রংপুর, ৩১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৯
সড়কে গাছের ওপরে টংঘর বানিয়ে খেলছে কিশোরের দল। কানাইপুর, ফরিদপুর, ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৯
বাঁশের তৈরি খাঁচা নিয়ে বিক্রির জন্য বের হয়েছেন এক ব্যক্তি। ভিমেরগড়, মিঠাপুকুর, রংপুর, ৩১ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
কারখানায় প্রস্তুত করা হচ্ছে সুতা। এই সুতা দিয়ে যন্ত্রচালিত তাঁতে তৈরি হবে লুঙ্গি। জালালপুর, পাবনা, ৩০ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
১২ / ১৯
সাইকেলে করে প্লাস্টিকের খেলনা, সাংসারিক তৈজসপত্র বিক্রি করতে বের হয়েছেন এক ব্যক্তি। বাইশোর মার খেয়াঘাট, দিঘলিয়া, খুলনা, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৯
খাবারের সন্ধানে মাঠে ঘুরে বেড়াচ্ছে হট্টিটি পাখিটি। আঙুলের গঠনবৈশিষ্ট্যের কারণে ওরা গাছের ডালে বসতে পারে না। তাই মাটির ওপরই চলাফেরা, আহার, বিশ্রাম, প্রেম-ভালোবাসা, বংশবৃদ্ধি—সবকিছুই করে থাকে। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৩১ আগস্ট
ছবি: সাদিক মৃধা
১৪ / ১৯
বন্যার পানিতে বসতবাড়ি ডুবে গেয়েছিল। এখনো গবাদিপশুগুলো রাখা হয়েছে গোমতীর বেড়িবাঁধে। দক্ষিণ মানিকনগর, তিতাস, কুমিল্লা, ৩১ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৫ / ১৯
বন্দরে প্রবেশের অপেক্ষায় থাকা কাভার্ড ভ্যানের দীর্ঘ জট। চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর গেট, ৩১ আগস্ট
ছবি: জুয়েল শীল
১৬ / ১৯
ফুটবল খেলছে কয়েকজন কিশোর। হাজীগ্রাম, দিঘলিয়া, খুলনা, ৩১ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ১৯
ভাটায় ইট ভাঙার কাজ করছেন এক শ্রমিক। মৃগী এলাকা, কানাইপুর, ফরিদপুর, ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৮ / ১৯
কারখানা থেকে ভ্যানে করে দোকানে নেওয়া হচ্ছে পাইপ দিয়ে তৈরি আলনা। গঙ্গাবরদী এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান
১৯ / ১৯
হাঁড়িতে মাছের পোনা নিয়ে কাঁধে করে গ্রামে গ্রামে ফেরি করে বিক্রি করেন তাঁরা। ২–৪ ইঞ্চি সাইজের পোনা ২০০ টাকা কেজি দরে বিক্রি করেন তাঁরা। হলুদবাড়িয়া এলাকা, কানাইপুর, ফরিদপুর, ৩১ আগস্ট
ছবি: আলীমুজ্জামান