একঝলক (২৬ জুন, ২০২৩)

১ / ১০
চঞ্চল গরুটিকে নিয়ন্ত্রণে রাখতে চোখে কাপড়ের পট্টি বেঁধে হাটে নেওয়া হচ্ছে। জোড়াগেট কোরবানির পশুর হাট, খুলনা, ২৬ জুন
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১০
ঈদুল আজহার আগে সিলেট নগরে যানবাহনের চাপ বেড়েছে। সুরমা পয়েন্ট, সিলেট নগর, ২৬ জুন
ছবি: আনিস মাহমুদ
৩ / ১০
পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা হাটে গরু এনে ক্রেতার জন্য অপেক্ষা করছেন। ট্রাক টার্মিনাল গরুর হাট, রাঙামাটি শহর, ২৬ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১০
আনারস বিক্রি করতে এসেছেন বাগানিরা। বনরুপা সমতা ঘাট, রাঙামাটি শহর, ২৬ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১০
আজ ভোরে একটি সড়ক বিভাজকের ওপর উঠে যায় কাভার্ড ভ্যানটি। আন্তজেলা বাস টার্মিনালের সামনের এলাকা, চুয়াডাঙ্গা, ২৬ জুন
ছবি: শাহ আলম
৬ / ১০
দল বেঁধে নৌকায় করে তিস্তা নদীতে মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। মহিপুর, গঙ্গাচড়া উপজেলা, রংপুর, ২৬ জুন
ছবি: মঈনুল ইসলাম
৭ / ১০
বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু আনা হচ্ছে হাটে। সুরমা পয়েন্ট, সিলেট নগর, ২৬ জুন
ছবি: আনিস মাহমুদ
৮ / ১০
টিসিবির ট্রাক থেকে পণ্য সংগ্রহ করছেন কার্ডধারী নিম্ন আয়ের মানুষেরা। ঝিলটুলী এলাকা, ফরিদপুর, ২৬ জুন
ছবি: আলীমুজ্জামান
৯ / ১০
ধান-চাল সংরক্ষণের জন্য অনেকেই প্লাস্টিকের ড্রাম ব্যবহার করেন। বিক্রির জন্য এই ড্রাম প্রস্তুত করছেন বিক্রেতা। মাটিডালি এলাকা, বগুড়া, ২৬ জুন
ছবি: সোয়েল রানা
১০ / ১০
কুড়িগ্রাম থেকে লটকন এসেছে বগুড়ার আড়তে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ২৬ জুন
ছবি: সোয়েল রানা