একঝলক (২৬ সেপ্টেম্বর ২০২৪)

১ / ১৩
খুলনায় সারা দিন বৃষ্টি। এর মধ্যে বাইরে কাজে বের হয়েছে মানুষ। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৩
বৃষ্টিতে বেড়েছে খাল–বিলের পানি। সেই পানিতে মাছ ধরতে নেমেছেন অনেকে। গঙ্গাদাস এলাকা, সদর উপজেলা, রংপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৩
মেঘলা দিনে গুটিসুটি মেরে বসে আছে এক জোড়া মুরগি। বাইশটিলা গ্রাম, সিলেট, ২৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৩
আইনের তোয়াক্কা না করে ফুটপাতের ওপর রাখা হয়েছে গাড়ি। এতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। গুলশান অ্যাভিনিউ এলাকা, ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: তানভীর আহাম্মেদ
৫ / ১৩
সদরের বাইশটিলা এলাকার উফতার হাওরে পানি কমেছে। হাওরপারে অলস পড়ে আছে নৌকা। বাইশটিলা এলাকা, সিলেট, ২৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১৩
কাপ্তাই হ্রদ পানিতে টইটম্বুর। জালে ধরা পড়ছে প্রচুর মাছ। তাই ব্যস্ত সময় পার করছেন জেলেরা। রিজার্ভ বাজার এলাকা, রাঙামাটি, ২৬ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৩
সড়কের পাশে বসে মাছ ধরার চাইনিজ প্লাস্টিকের আনতা বিক্রি চলছে। পদুয়াবাজার এলাকা, কুমিল্লা, ২৬ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ১৩
কিছুটা কম দামে পাওয়া যায় ওএমএসের চাল ও আটা। তা কিনতে ভোর থেকেই দোকানের সামনে লাইনে দাঁড়িয়েছেন নিম্ন আয়ের মানুষ। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১৩
সকালে ছিল গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় স্কুলে যাচ্ছে শিশুটি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ২৬ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১৩
বৃষ্টিতে বিদ্যালয়ের চারপাশে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছুটির পর পানি মাড়িয়ে বাড়ি ফিরছে ব্রাহ্মণকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্রাহ্মণকান্দা এলাকা, কৈজুরী, সদর উপজেলা, ফরিদপুর, ২৬ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৩
পায়ে পিষে মাহুতকে হত্যা করেছে এই হাতিটি। পরে কড়া নিরাপত্তায় গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে নিয়ে আসা হয় হাতিটিকে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় সাফারি পার্ক থেকে তোলা। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে,গাজীপুর, ২৫ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১২ / ১৩
চট্টগ্রাম নগরের স্ট্যান্ড রোড বেহাল। যানবাহন চলাচলে দেখা দিয়েছে সমস্যা। সদরঘাট এলাকা, চট্টগ্রাম, ২৬ সেপ্টেম্বর
ছবি: জুয়েল শীল
১৩ / ১৩
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। মুগদা জেনারেল হাসপাতাল, ঢাকা, ২৬ সেপ্টেম্বর
ছবি: সাজিদ হোসেন