একঝলক (১১ জুলাই, ২০২৪)

১ / ১২
ঘাসের ওপর বসে আছে প্রজাপতি। বৈরাগিগঞ্জ এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
খেত থেকে কাঁচা মরিচ তুলছেন এক নারী। বলদিপুকুর এলাকা, মিঠাপুকুর, রংপুর, ১১ জুলাই
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
বন্যার পানিতে সড়ক ডুবে আছে। লোকজনের চলাচলের জন্য সড়কে বালুভর্তি বস্তা ফেলে উঁচু করা হয়েছে। তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ এলাকা, জুড়ী, মৌলভীবাজার, ১১ জুলাই
ছবি: কল্যাণ প্রসূন
৪ / ১২
বিক্রির জন্য সড়কের পাশে কলা, কাঁঠাল, আনারসের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। নানিয়ারচর, রাঙামাটি, ১১ জুলাই
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে উল্টো পথে চলছে তিন চাকার ধীরগতির যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ১১ জুলাই
ছবি: দিনার মাহমুদ
৬ / ১২
সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের চাপ কম। তাই বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছে না। দয়াপুর এলাকা, কুমিল্লা, ১১ জুলাই
ছবি: এম সাদেক
৭ / ১২
ঢ্যাঁড়সের খেতে সার ছিটাচ্ছেন চাষি। ধনপুর এলাকা, কুমিল্লা, ১১ জুলাই
ছবি: এম সাদেক
৮ / ১২
শ্যালো মেশিনে সেচ দিয়ে আউশ ধানের চারা রোপণ করছেন কৃষকেরা। হটিলাপুর এলাকা, বগুড়া, ১১ জুলাই
ছবি: সোয়েল রানা
৯ / ১২
পার্কের ভেতর ফুটবল খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ১১ জুলাই
ছবি: সাইয়ান
১০ / ১২
খানজাহান আলী দিঘিতে বড়শি ফেলে মাছ শিকারে ব্যস্ত একজন। খানজাহান আলী মাজার এলাকা, বাগেরহাট, ১১ জুলাই
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
বিদ্যুতের তারে বসে আছে একটি পাখি। শ্রীপুর, গাজীপুর, ১১ জুলাই
ছবি: সাদিক মৃধা
১২ / ১২
ওএমএসের পণ্য কিনতে ট্রাকের পাশে মানুষের অপেক্ষা। চৌহাট্টা এলাকা, সিলেট, ১১ জুলাই। ছবি: আনিস মাহমুদ
ছবি: মঈনুল ইসলাম