ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন। যেকোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই সদ্য তৈরি করা ইট যাতে ভিজে নষ্ট হয়ে না যায়, সে জন্য পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। রঘু এলাকা, রংপুর, ৬ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
দুই হাতে নানা রঙের কাপড়ের ব্যাগ। নগরের বিভিন্ন এলাকায় ঘুরে ব্যাগ বিক্রি করেন এই বিক্রেতা। জিন্দাবাজার পয়েন্ট, সিলেট, ৬ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ২৩
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে হঠাৎ বৃষ্টি, তাই শুকাতে দেওয়া ধান তড়িঘড়ি করে তুলছেন এক গৃহস্থ পরিবারের সদস্যরা। মাঠেরহাট এলাকা, মিঠাপুকুর, রংপুর, ৬ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৬ / ২৩
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এমন আবহাওয়ার মধ্যে গাছের ডালে বসে আছে একঝাঁক চিল। কটকবাজার এলাকা, কুমিল্লা, ৬ ডিসেম্বরছবি: এম সাদেক
৭ / ২৩
নালায় নেমে জাল দিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে থাকা মাছ ধরছেন এই ব্যক্তি। রংপুর নগরজিৎপুর এলাকা, পীরগাছা, রংপুর, ৬ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
৮ / ২৩
ধান কাটার পর জমিতে রয়ে গেছে নাড়া। জ্বালানির কাজে ব্যবহার করার জন্য নাড়া কাটছেন এক কৃষক। জগন্নাথপুর এলাকা, কুমিল্লা, ৬ ডিসেম্বরছবি: এম সাদেক
৯ / ২৩
নদ-নদী, খাল-বিলে এখন পানি কম থাকায় ধরা পড়ছে মাছ। তাই কুমার নদে বড়শি দিয়ে মাছ শিকার করছেন এক বাসিন্দা। বাখুন্ডা এলাকা, গেরদা , ফরিদপুর, ৬ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১০ / ২৩
গোমতী নদীর বাঁধে বসে ছেঁড়া জাল সেলাই করছেন এক ব্যক্তি। শুভপুর এলাকা, কুমিল্লা, ৬ ডিসেম্বরছবি: এম সাদেক
১১ / ২৩
সড়কের ধারে যন্ত্রের সাহায্যে ধানমাড়াইয়ের কাজ সেরে নিচ্ছেন কৃষকেরা। পিয়ারপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৬ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১২ / ২৩
সাইকেলের পেছনে ক্যারিয়ার নেই। তাই সাইকেলের এক সিটেই বসেছে দুই শিশু। বন্দরবাজার এলাকা, সিলেট, ৬ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১৩ / ২৩
শীতের এই মৌসুমে এখন বাজারে লাউয়ের চাহিদা ও দাম দুটিই বেশি। বাড়ির গাছের লাউ নিয়ে বাজারে যাচ্ছেন ইজাজউদ্দিন শেখ। আকারভেদে প্রতিটি লাউ ৫০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করবেন তিনি। আলালপুর এলাকা, কৈজুরী, ফরিদপুর, ৬ ডিসেম্বরছবি : আলীমুজ্জামান
১৪ / ২৩
ধান কাটা প্রায় শেষের দিকে। কাটা ধান ট্রলিতে তোলা হচ্ছে। টেবুনিয়া, পাবনা, ৬ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৫ / ২৩
বাড়ির গবাদিপশুর খাবারের জন্য বিলের পানিতে নেমে কচুরিপানা সংগ্রহ করছেন এক কৃষক। দক্ষিণ গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ৬ ডিসেম্বরছবি: আলীমুজ্জামান
১৬ / ২৩
সকালে নৌকা নিয়ে কীর্তনখোলা নদীতে মাছ ধরছেন এক ব্যক্তি। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকা, বরিশাল, ৬ ডিসেম্বরছবি: সাইয়ান
বীজতলা প্রস্তুত করছেন কৃষকেরা। প্রস্তুত হলে বীজ ছিটানো হবে। টেবুনিয়া, পাবনা, ৬ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
১৯ / ২৩
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশ, তাই ধানমাড়াই ও ঝাড়াইয়ের কাজের ধুম পড়েছে। যন্ত্রে ধানমাড়াইের পর রোদে না শুকিয়েই বস্তায় ভরে নিচ্ছেন গ্রামবাসী। কুদুকছড়ি ধর্মঘর এলাকা, রাঙামাটি, ৬ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
২০ / ২৩
পাতাশূন্য রেইনট্রি গাছের ডাল থেকে উড়ে যাচ্ছে এক বুলবুলি পাখি। তোপখানা এলাকা, সিলেট, ৬ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
২১ / ২৩
কীর্তনখোলা নদী অববাহিকায় পড়েছে কুয়াশা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু এলাকা, বরিশাল, ৬ ডিসেম্বরছবি: সাইয়ান
২২ / ২৩
সড়কের দুই পাশে নারকেল গাছের সারি। মাঠের কাজ শেষে এই পথ ধরে সাইকেলে চেপে বাড়ি ফিরছেন কৃষক। টেবুনিয়া কৃষি খামার এলাকা, পাবনা, ৬ ডিসেম্বরছবি: হাসান মাহমুদ
২৩ / ২৩
খেত থেকে কুমড়াশাক তুলে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন কৃষক। দক্ষিণ ঢেমশা এলাকা, সাতকানিয়া, চট্টগ্রাম, ৬ ডিসেম্বরছবি: ছবি: মামুন মুহাম্মদ