সকালে বৃষ্টিতে ছাতা মাথায় মা ও মেয়ে। আবু নাসের হাসপাতাল মোড় এলাকা, খুলনা, ২৩ জুনছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
একদিকে ট্রলার ও জাহাজের তেল, অন্যদিকে কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি। ধল্লা সেতু, সিঙ্গাইর, মানিকগঞ্জ, ২৩ জুনছবি: আশরাফুল আলম
৩ / ১৬
ভুট্টা মাড়াই শেষে মোচাগুলো আলাদা করছেন গৃহবধূ মাফিয়া বেগম। চন্দ্রশেখরদী, দাউদকান্দি, কুমিল্লা, ২৩ জুনছবি: আবদুর রহমান ঢালী
৪ / ১৬
পদ্মা নদীতে খেয়া পারাপারের মাধ্যমে যাতায়াত করেন পাবনা-কুষ্টিয়া দুই জেলার মানুষ। ধীরে ধীরে নদীর পানি বাড়তে থাকলে প্রতিনিয়তই পরিবর্তন হতে থাকে সেই নৌপথ ও ঘাট। পদ্মাঘাট, পাবনা, ২৩ জুনছবি: হাসান মাহমুদ
৫ / ১৬
পরিযায়ী পাখি কালাপাখ ঠেঙ্গি। গোল ও কালো চোখ, লম্বা সুচালো ঠোঁট। হালকা হলদে ও অনেক লম্বা পায়ের পাখিটি এবার নতুন দেখা মিলেছে কাপ্তাই হ্রদে। বালুখালী বিল, রাঙামাটি, ২৩ জুনছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৬
সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার পানি কমেছে। তবে ভোগান্তি কমছে না বানভাসি মানুষের। এখনো নিচু এলাকাগুলো পানিবন্দী রয়েছে। গবাদিপশুর খাদ্যসংকট রয়েছে। অন্যের বাড়ি থেকে নৌকায় করে গোখাদ্য নিয়ে যাচ্ছেন তাঁরা। তোয়াকুল এলাকা, গোয়াইনঘাট, সিলেট, ২৩ জুনছবি: আনিস মাহমুদ
৭ / ১৬
বৃষ্টির পর একটু রোদের দেখা মিলতেই মাটির তৈরি থালাবাসন শুকাতে দিচ্ছেন এই নারী। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ২৩ জুনছবি: মঈনুল ইসলাম
৮ / ১৬
আড়িয়ল খাঁ নদের মধ্যে থাকা চরে পাট চাষ করা হয়েছে। পাটগাছ পরিপক্ব হওয়ায় চাষিরা গাছ কেটে আঁটি করে রাখছেন। মুলাদী, বরিশাল, ২৩ জুনছবি: সাইয়ান
৯ / ১৬
বর্ষা মৌসুমে গ্রামে চলাচলসহ বিভিন্ন প্রয়োজনে নৌকার চাহিদা বেড়ে যায়। হাটে কড়ই ও চাম্বলকাঠের তৈরি নৌকার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। আকৃতি ও মান অনুযায়ী এসব নৌকা ৪ থেকে ৮ হাজার টাকা দামে বিক্রি হয়। সোনারগাঁয়ের কাইকারটেক এলাকা, নারায়ণগঞ্জ, ২৩ জুনছবি: দিনার মাহমুদ
১০ / ১৬
পদ্মার চরে চালকুমড়ার জমিতে পরিচর্যায় ব্যস্ত কৃষক। এই চরাঞ্চলে নানা ধরনের সবজির আবাদ হয়। কিন্তু বর্তমানে সেখানে চন্দ্রবোড়া সাপের আতঙ্কে আছেন স্থানীয়। পদ্মার চর, চরকোমরপুর, পাবনা, ২৩ জুনছবি: হাসান মাহমুদ
পানি কমার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে বন্যার ক্ষত। ঢলের পানির তোড়ে ভেঙে গেছে সিলেট-গোয়াইনঘাটের প্রধান সড়ক। ভাঙা স্থানে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। সালুটিকর এলাকা, গোয়াইনঘাট, সিলেট,২৩ জুনছবি: আনিস মাহমুদ
১৪ / ১৬
হাটে বিক্রি হচ্ছে মাছ ধরার জাল। প্রতিটি জাল প্রকারভেদে দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা। লালবাগ হাট, রংপুর, ২৩ জুনছবি: মঈনুল ইসলাম
১৫ / ১৬
বাড়ির কাছের সড়কসংলগ্ন ডোবা থেকে রান্নার জন্য কচুর লতি তুলছেন গৃহবধূ ফাতেমা বেগম। ভাটপাড়া এলাকা, কৈজুরী, ফরিদপুর, ২৩ জুনছবি: আলীমুজ্জামান
১৬ / ১৬
এখন বর্ষাকাল। চারদিকে পানি থইথই করছে। অনেকেই হাঁসের ছানা লালন–পালন করবে। তাই হাটে হাঁসের ছানা বিক্রি করতে এসেছেন এই ব্যক্তি। প্রতিটি ছানা বিক্রি হচ্ছে ৩০ টাকায়। লালবাগ হাট, রংপুর, ২৩ জুনছবি: মঈনুল ইসলাম