একঝলক (১৬ জানুয়ারি ২০২৪)

১ / ২৮
রেললাইনের ওপর দিয়ে হাঁটছেন কয়েকজন। রেলপথ ধরে এমন চলাচলে থাকে বড় দুর্ঘটনার ঝুঁকি। মোমিনখলা এলাকা, সিলেট, ১৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২ / ২৮
ইছামতী খালে শীতের সকালে মাছ ধরছেন এক জেলে। রাঙ্গুনিয়া এলাকা, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি
ছবি: সৌরভ দাশ
৩ / ২৮
মাথায় কাপড়ের গাঁইট নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে কাপড় বিক্রি করেন তাঁরা। কদমতলী এলাকা, সিলেট, ১৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ২৮
মাঘের শীতে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে পদচারী–সেতু না থাকায় ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হচ্ছেন পথচারীরা। সিটি গেট এলাকা, চট্টগ্রাম, ১৬ জানুয়ারি
ছবি: জুয়েল শীল
৫ / ২৮
রিকশা রেখে কম্বল মুড়িয়ে সড়কেই ঘুমিয়ে আছেন রিকশাচালক। রেলস্টেশন এলাকা, সিলেট, ১৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৬ / ২৮
কলার ছড়া বাঁচাতে বাঁশ দিয়ে ঠেক দিয়েছেন মালিক। পাকা কলা পেয়ে খেয়ে নিচ্ছে বসন্তবাউরি। কাপ্তাই ফ্রিংখিয়ং এলাকা, রাঙামাটি, ১৬ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ২৮
খেত থেকে মরিচ তুলছেন দুই কৃষক। মর্ণেয়া এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
৮ / ২৮
নিজ হাতে ঝুড়ি তৈরি করে গ্রামে ঘুরে গান গেয়ে ঝুড়ি বিক্রি করে কিশোর মিনাল মোল্যা। যে আয় হয়, তা দিয়ে চলে তার পরিবার। পরিবারে আছেন মিনালের মা–বাবা। বাহাদুরপুর সড়ক, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৬ জানুয়ারি
ছবি: এম রাশেদুল হক
৯ / ২৮
তিস্তার চরে কনকনে শীতের সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। কম্বলে জড়িয়ে শিশুসন্তান কোলে বাইরে বেরিয়েছেন এই মা। আলালচর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২৮
আপেল কুল, বাউ কুল, ভারতসুন্দরী, বল সুন্দরী, নারকেলি জাতের বরই উঠেছে আড়তে। জাতভেদে প্রতি মণ বরই দুই থেকে পাঁচ হাজার টাকায় বিক্রয় হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া, ১৬ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১১ / ২৮
সাইকেলে বেঁধে বাঁশের চাটাই বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। গাউসিয়া এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২৮
হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন ছিন্নমূল মানুষেরা। আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছেন কয়েকজন ছিন্নমূল মানুষ। রেলওয়ে বস্তি এলাকা, বগুড়া, ১৬ জানুয়ারি
ছবি: সোয়েল রানা
১৩ / ২৮
লাঙল কাঁধে নিয়ে খেতের মধ্য দিয়ে হেঁটে চলেছেন কৃষক। আলেমার বাজার এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২৮
শীতের দাপটে খড়কুটা জড় করে বাড়ির পাশে আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছেন কয়েকজন শীতার্ত। মালিগাছা, পাবনা, ১৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২৮
কনকনে শীতে কাতর দুই সহপাঠী একই চাদর মুড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে। খামারপাড়া এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২৮
ধানের চারা লাগানোর মৌসুম এখন। তাই তীব্র শীত উপেক্ষা করে বীজতলা থেকে চারা তুলে পানিতে ধুতে নেমেছেন কৃষক। ঝপঝপিয়া, পাবনা, ১৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২৮
সেতুর পাশের জমি থেকে প্রতিনিয়ত কাটা হচ্ছে মাটি। এতে ফসলি জমির ক্ষতির পাশাপাশি হুমকির মুখে পড়ছে গোমতী নদীরক্ষা বাঁধ। চানপুর, কুমিল্লা, ১৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
১৮ / ২৮
গ্রামের সরু রাস্তায় নসিমনে করে খড় ফেরি করছেন এই বিক্রেতা। ঘরের চালে, জ্বালানি ও গরুর খাবার হিসেবে এ খড় বিক্রি হয়। প্রতি আঁটি ২ টাকা ৪০ পয়সায় বিক্রি করছেন এই বিক্রেতা। কুশারহুলা, ডুমুরিয়া, খুলনা, ১৬ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
১৯ / ২৮
সন্তানদের নিয়ে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেলে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর হেঁটে স্কুলের পথে তাঁরা। চিলারঝার এলাকা, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২৮
হিমেল বাতাস ও শীতের দাপটে বাইরে বের হওয়া কঠিন। সকাল হলেই বাইরে বের হওয়ার বায়না তাদের। তাই গরম কাপড়ে ভালোমতো মুড়িয়ে বাড়ির সামনের উঠানে শিশুদের নিয়ে রোদের অপেক্ষায় এই দুই নারী। ভবানীপুর, পাবনা, ১৬ জানুয়ারি
ছবি: হাসান মাহমুদ
২১ / ২৮
তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও আলুখেতে থাকা আগাছা পরিষ্কার করছেন দুই কৃষক। পাচথুবী গ্রাম, কুমিল্লা, ১৬ জানুয়ারি
ছবি: এম সাদেক
২২ / ২৮
শীতের সকালে সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ ধরছেন তিন ব্যক্তি। চাঁদনীঘাট, সিলেট, ১৬ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
২৩ / ২৮
তীব্র শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে গ্রামের আলপথ ধরে স্কুলে যাচ্ছে তিন খুদে শিক্ষার্থী। বুড়াইল এলাকা, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৪ / ২৮
নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায় ইটবোঝাই ট্রাক। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার শালিপুর এলাকা, ১৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২৫ / ২৮
সড়কে চলছে অবৈধ তিন চাকার যান নছিমন। মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা, ঢাকা, ১৬ জানুয়ারি
ছবি: আশরাফুল আলম
২৬ / ২৮
সড়কের পাশে বসা দোকান থেকে শীতের পোশাক কিনছেন কয়েকজন। কয়েক দিন ধরে সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। এতে বেড়েছে শীতের কাপড় বিক্রি। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ১৬ জানুয়ারি
ছবি: সাইয়ান
২৭ / ২৮
ধান রোপণের জন্য কনকনে শীতে জমি প্রস্তুত করছেন দুই ভাই। রাজবল্লভ এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১৬ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
২৮ / ২৮
লাউশাক খেতে পানি দিচ্ছেন কৃষিশ্রমিক সোহেল মিয়া। মধ্যনগর এলাকা, নারায়ণগঞ্জ, ১৬ জানুয়ারি
ছবি: দিনার মাহমুদ