একঝলক (৩ অক্টোবর ২০২৪)

১ / ৯
খাবারের খোঁজে এসেছে পাখিগুলো। কাঁঠালতলী-বনরূপা, রাঙামাটি, ৩ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ৯
বাড়ির উঠানে বসে মোড়া তৈরি করছেন রুবি বেগম।  শ্যামপুর এলাকা, রংপুর, ৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আর বেশি দেরি নেই। এ উপলক্ষে গ্রামে গ্রামে ছুটছেন শাড়ি বিক্রেতারা।  শাহবাজপুর এলাকা, রংপুর, ৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৯
পাকা ধান অতিবৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে। তাই বৃষ্টিতে ভিজে স্বল্পমেয়াদি উচ্চফলনশীল আগাম জাতের আমন ধান কাটছেন কৃষকেরা। ঈশ্বরপুর এলাকা, রংপুর, ৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
মেঠো পথ ধরে ঘোড়ার গাড়িতে মাল বোঝাই করে গন্তব্যে ছুটছেন এই শ্রমিক। মালপত্রসহ বিভিন্ন রকম পণ্য পরিবহনের কাজে ঘোড়ার গাড়ির ব্যবহার দেখা যায় গ্রামে। মধ্যনগর এলাকা, নারায়ণগঞ্জ, ৩ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৬ / ৯
টানা বৃষ্টিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। মহাসড়কের সাতকানিয়ার তেমুহনী এলাকা, চট্টগ্রাম, ৩ অক্টোবর
ছবি: মামুন মুহাম্মদ
৭ / ৯
বাঁশের তেমাল দিয়ে চাটাই তৈরি করছেন গৃহিণী নাজিমুন নাহার ও শাহানা বেগম। পাইকারিতে প্রতিটি চাটাই ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হয়। হিন্দুকান্দিপাড়া, সারিয়াকান্দি, বগুড়া, ২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৮ / ৯
প্রায় পাঁচ বছর ধরে হিন্দুকান্দি থেকে কূপতলা গ্রামে যেতে নদী পারাপারে মাঝির কাজ করেছেন তরু বালা। হিন্দুকান্দিপাড়া, সারিয়াকান্দি, বগুড়া,২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৯ / ৯
ট্রাকে কলা তোলা হচ্ছে। বিক্রি করতে পাঠানো হচ্ছে সিলেটে। হলদিবাড়ি এলাকা, কাউনিয়া, রংপুর, ২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম